উপ 3:2 - কিতাবুল মোকাদ্দস2 রোপণের ও রোপিত বীজ উৎপাটনের কাল; অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ2 জন্মের সময় ও মরণের সময়, বুনবার সময় ও উপড়ে ফেলবার সময়, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 জন্ম ও মৃত্যুর কাল নির্ধারিত আছে, আছে রোপণ ও আহরণের কাল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 রোপণের কাল ও রোপিত বীজ উৎপাটনের কাল; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 জন্মেরও যেমন একটি সময় আছে, মৃত্যুরও তেমনি সময় আছে। রোপণের সময় আছে এবং তুলে ফেলারও সময় আছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 জন্মের দিন এবং মৃত্যুর দিন আছে, রোপণের দিন এবং কাটার দিন আছে, অধ্যায় দেখুন |
আর সেই ব্যক্তি কোরবানগাহ্র বিরুদ্ধে মাবুদের কালামের দ্বারা এই কথা ঘোষণা করলেন, হে কোরবানগাহ্, হে কোরবানগাহ্, মাবুদ এই কথা বলেন, দেখ দাউদ-কুলে ইউসিয়া নামে একটি বালকের জন্ম হবে; উচ্চস্থলীগুলোর যে ইমামেরা তোমার উপরে ধূপ জ্বালায়, তাদেরকে তিনি তোমার উপরে কোরবানী করবেন ও তোমার উপরে মানুষের অস্থি পোড়ানো হবে।