Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




উপ 10:18 - কিতাবুল মোকাদ্দস

18 অলসতার জন্য ছাদ বসে যায় ও হাতের শিথিলতার জন্য ঘরে পানি পড়ে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

18 আলস্যে ঘরের ছাদ ধসে যায়; অলসতার জন্য ঘরে জল পড়ে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

18 যে আলস্যে ছাদ সারায় না, তার ছাদ চুঁইয়ে জল পড়ে, শেষে তার ঘরও ভেঙ্গে পড়ে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 আলস্য দ্বারা ছাদ বসিয়া যায়, ও হস্তের শৈথিল্যে ঘরে জল পড়ে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 যে মানুষ অলস হয় তার ছাদ ফুটো হয়ে ক্রমে বাড়ি ভেঙে পড়ে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 কারণ অলসতায় ছাদ বসে যায় এবং অলস হাতের কাজে ঘরে জল পড়ে।

অধ্যায় দেখুন কপি




উপ 10:18
8 ক্রস রেফারেন্স  

স্ত্রীলোকদের বিজ্ঞতা তাদের গৃহ গাঁথে; কিন্তু অজ্ঞানতা নিজের হাতে তা ভেঙ্গে ফেলে।


শীতের দরুন অলস হাল চাষ করে না, শস্যের সময়ে সে চাইবে, কিন্তু কিছুই মিলবে না।


আমাদের বাসনা মাত্র এই, তোমাদের প্রত্যেক জন যেন একই রকম যত্ন দেখায়, যাতে তোমাদের প্রত্যাশা শেষ পর্যন্ত পূর্ণতা লাভ করে;


কারণ মদ্যপায়ী ও পেটুকের দৈন্যদশা ঘটে, এবং ঢুলু ঢুলু ভাব মানুষকে ছেঁড়া কাপড় পরায়।


অলসের অভিলাষ তাকে মৃত্যুসাৎ করে, কেননা তার হাত পরিশ্রম করতে অসম্মত।


পরিশ্রমীদের হাত কর্তৃত্ব পায়; কিন্তু অলস পরাধীন গোলাম হয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন