Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 9:28 - কিতাবুল মোকাদ্দস

28 তবুও আমার সকল ব্যথাকে আমি ভয় করি, আমি জানি, তুমি আমাকে নির্দোষ গণ্য করবে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

28 তাও আমি এখনও আমার সব দুঃখকষ্টকে ভয় করি, কারণ আমি জানি তুমি আমাকে নির্দোষ গণ্য করবে না।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

28 আমি জানি ঈশ্বর আমাকে অপরাধী গণ্য করেছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

28 তথাপি আমার সকল ব্যাথায় আমি ভীত, আমি জানি, তুমি আমাকে নির্দ্দোষ জ্ঞান করিবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

28 প্রকৃতপক্ষে এটা কোন কিছুকেই পরিবর্তিত করবে না। যন্ত্রণা এখনও আমাকে ভীত করে!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

28 আমি আমার সব দুঃখের জন্য ভয় পাব কারণ আমি জানি যে তুমি আমায় নির্দোষ মনে করবে না।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 9:28
13 ক্রস রেফারেন্স  

তোমার ভয়ে আমার শরীর রোমাঞ্চিত হয়, তোমার বিচারগুলোতে আমি ভীত হই।


হে মাবুদ, তুমি যদি অপরাধগুলো ধর, তবে হে মালিক, কে দাঁড়াতে পারবে?


আমার দুর্দশার কথা মনে পড়লেই আমি ভয় পাই, আমার মাংস কাঁপতে থাকে।


কিন্তু এখন তুমি আমার প্রতিটি পদক্ষেপ গণনা করছো; কিন্তু আমার গুনাহ্‌র প্রতি কি লক্ষ্য রাখ না?


আমি গুনাহ্‌ করলে তুমি আমার প্রতি লক্ষ্য করবে, আমার অপরাধ মাফ করবে না।


আমি নিশ্চয় জানি, তা-ই বটে, আল্লাহ্‌র কাছে মানুষ কিভাবে ধার্মিক হতে পারে?


তুমি আমার অধর্ম মাফ কর না কেন? আমার অপরাধ দূর কর না কেন? আমি তো এখন ধূলিতে শয়ন করবো, তুমি সযত্নে আমার খোঁজ করবে, কিন্তু আমি থাকব না।


আমি যা ভয় করি, তা-ই আমার ঘটে যার আশঙ্কা করি, তা-ই উপস্থিত হয়।


তোমার আল্লাহ্‌ মাবুদের নাম অনর্থক নিও না, কেননা যে কেউ তাঁর নাম অনর্থক নেয়, মাবুদ তাকে দোষী করবেন।


কথা বললেও আমার যন্ত্রণা কমে না, নীরব থাকলেও কি উপশম হয়? কিন্তু তিনি আমাকে অবসন্ন করেছেন;


দেখুন, তিনি আমার বিরুদ্ধে ছিদ্র খোঁজ করেন, আমাকে আপনার দুশমন গণনা করেন;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন