Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 9:17 - কিতাবুল মোকাদ্দস

17 কেননা তিনি আমাকে ঝড়ে ভেঙে ফেলেন, অকারণে পুনঃ পুনঃ ক্ষতবিক্ষত করেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

17 এক ঝড় পাঠিয়ে তিনি আমাকে চূর্ণ করবেন, ও অকারণেই আমার ক্ষতস্থানগুলির সংখ্যা বৃদ্ধি করবেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

17 কারণ তিনি আমাকে জর্জরিত করার জন্য ঝড় পাঠান, অকারণেই আমাকে করেন ক্ষত-বিক্ষত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 কেননা তিনি আমাকে ঝড়ে ভাঙ্গিয়া ফেলেন, অকারণে পুনঃপুনঃ ক্ষতবিক্ষত করেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 অকারণে তিনি আমার দেহে প্রচুর ক্ষত দেবেন। আমাকে আঘাত করার জন্য ঈশ্বর ঝড় পাঠাবেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 কারণ তিনি আমায় প্রচণ্ড ঝড়ে ভেঙে ফেলেন এবং অকারণে আমার ক্ষত বৃদ্ধি করেন।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 9:17
24 ক্রস রেফারেন্স  

তিনি বারবার আমাকে ভেঙ্গে ফেলেন, তিনি বীরের মত আমার বিরুদ্ধে দৌড়ে আসেন।


মাবুদ শয়তানকে বললেন, আমার গোলাম আইউবের প্রতি কি তোমার মন পড়েছে? কেননা তার মত সিদ্ধ ও সরল, আল্লাহ্‌ভীরু ও কুক্রিয়াত্যাগী লোক দুনিয়াতে কেউই নেই; সে এখনও তাঁর সিদ্ধতা রক্ষা করছে, যদিও তুমি অকারণে তাকে বিনষ্ট করতে আমাকে প্ররোচিত করেছ।


আমি ন্যায়বান হলেও মিথ্যাবাদী গণিত, বিনা দোষে আমি দারুণ আহত হয়েছি।


কিন্তু এরকম হল, যেন তাদের শরীয়তে লেখা এই কালাম পূর্ণ হয়, “তারা অকারণে আমাকে ঘৃণা করেছে”।


জবাবে ঈসা বললেন, গুনাহ্‌ এ করেছে, কিংবা এর পিতা-মাতা করেছে, তা নয়; কিন্তু এই ব্যক্তিতে আল্লাহ্‌র কাজ যেন প্রকাশিত হয়, তাই এমন হয়েছে।


তিনি থেৎলা নল ভাঙ্গবেন না, সধূম শলতে নিভিয়ে ফেলবেন না, যে পর্যন্ত না ন্যায়বিচার বিজয় লাভ করে।


পরে বৃষ্টি নামলো, বন্যা আসল, বায়ু বইলো এবং সেই বাড়িতে আঘাত করলো; তাতে তা পড়ে গেল ও তার পতন ঘোরতর হল।


এজন্য সার্বভৌম মাবুদ এই কথা বলেন, আমিই আমার ক্রোধে প্রচণ্ড ঝড় দ্বারা তা বিদীর্ণ করবো, আমার কোপে প্লাবনকারী বৃষ্টি আসবে ও আমার ক্রোধে বড় শিলাবৃষ্টি তা বিনাশ করবে।


দেখ, মাবুদের ঝটিকা, তাঁর প্রচণ্ড ক্রোধ, হ্যাঁ, ঘূর্ণিবাতাস বয়ে যাচ্ছে; তা দুষ্টদের মাথায় লাগবে।


আর আমি ন্যায়বিচারকে মানরজ্জু ও ধার্মিকতাকে ওলোনসূত্র করবো; শিলাবৃষ্টি ঐ মিথ্যারূপ আশ্রয় ফেলে দেবে এবং বন্যা ঐ লুকাবার স্থান ভাসিয়ে নিয়ে যাবে।


তদ্রূপ তুমি এদেরকে তোমার ঝটিকায় তাড়না কর, তোমার প্রচণ্ড ঝড় দিয়ে ভীষণ ভয় দেখাও।


তোমার ঝর্ণাগুলোর শব্দে রয়েছে এক অতলের প্রতি অন্য অতলের আহ্বান; তোমার সকল ঢেউ, তোমার সকল তরঙ্গ আমার উপর দিয়ে যাচ্ছে।


মাবুদের কণ্ঠস্বর এরস গাছ ভেঙ্গে ফেলছে; মাবুদই লেবাননের এরস গাছ খণ্ড-বিখণ্ড করছেন।


যেসব লোক তোমার অপেক্ষা করে, তারা লজ্জিত হবে না; যারা অকারণে বেঈমানী করে, তারাই লজ্জিত হবে।


তুমি আমাকে তুলে বাতাসে ছেড়ে দিয়েছ, ঝটিকায় বিলীন করছে।


তবুও আমার হাতে জুলুমের দাগ নেই। আর আমার মুনাজাত বিশুদ্ধ।


আমি শান্তিতে ছিলাম, তিনি আমাকে ভেঙেছেন, ঘাড় ধরে আমাকে আছাড় মেরেছেন, আমাকে তাঁর লক্ষ্য হিসেবে স্থাপন করেছেন।


পরে সাত দিন ও সাত রাত তাঁর সঙ্গে ভূমিতে বসে থাকলেন, তাঁকে কেউ কিছুই বললেন না; কারণ তাঁরা দেখলেন, তাঁর যাতনা কি ভীষণ!


পরে শয়তান মাবুদের সম্মুখ থেকে বের হয়ে আইউবের আপাদমস্তকে আঘাত করে দুষ্ট স্ফোটক জন্মাল।


আমি ডাকলে যদিও তিনি উত্তর দেন, তবুও তিনি যে আমার ডাকে কান দেন, আমার এমন বিশ্বাস জন্মাবে না।


তোমার হাত আমাকে গড়েছে, নির্মাণ করেছে, আমার সর্বাঙ্গ সুসংযুক্ত করেছে, তবুও তুমি আমাকে সংহার করছো।


জীবন্ত আল্লাহ্‌র কসম— যিনি আমার বিচার অগ্রাহ্য করেছেন, সর্বশক্তিমানের কসম— যিনি আমার প্রাণ তিক্ত করেছেন,


দেখুন, তিনি আমার বিরুদ্ধে ছিদ্র খোঁজ করেন, আমাকে আপনার দুশমন গণনা করেন;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন