Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 8:21 - কিতাবুল মোকাদ্দস

21 এখনও তিনি তোমার মুখ হাসিতে পূর্ণ করবেন, তোমার ওষ্ঠাধর হর্ষধ্বনিতে পূর্ণ করবেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

21 তিনি এখনও তোমার মুখ হাসিতে ও তোমার ঠোঁট আনন্দধ্বনিতে পূর্ণ করতে পারেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

21 তিনি এখনও তোমার মুখে হাসি ফোটাতে পারেন, হর্ষধ্বনিতে মুখর করতে পারেন তোমার ওষ্ঠাধর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

21 এখনও তিনি তোমার মুখ হাস্যে পূর্ণ করিবেন, তোমার ওষ্ঠাধর হর্ষধ্বনিতে পূর্ণ করিবেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

21 ঈশ্বর তোমার মুখ হাসিতে ভরিয়ে দেবেন এবং তোমার ঠোঁট আনন্দ ধ্বনিতে পূর্ণ করবেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

21 তিনি এখনও তোমার মুখ হাঁসিতে পূর্ণ করবেন, তোমার ঠোঁট আনন্দে পূর্ণ করবেন।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 8:21
13 ক্রস রেফারেন্স  

তৎকালে আমাদের মুখ হাস্যে পূর্ণ হল, আমাদের জিহ্বা আনন্দগানে পূর্ণ হল; তৎকালে জাতিদের মধ্যে লোকে বললো, মাবুদ ওদের জন্য অজস্র মহৎ কাজ করেছেন।


আর সারা বললেন, আল্লাহ্‌ আমার মুখে হাসি ফুটালেন; যে কেউ এই কথা শুনবে সেও আমার সঙ্গে হাসবে।


যে ব্যক্তি কাঁদতে কাঁদতে বপনীয় বীজ নিয়ে বাইরে যায়, সে আনন্দগানসহ তার ফসলের আঁটি নিয়ে আবশ্যই আসবে।


হে ধার্মিকগণ, মাবুদে আনন্দ কর, উল্লাস কর; হে সরলচিত্ত সকলে, তোমরা আনন্দ ধ্বনি কর।


ধন্য তোমরা, যারা এখন ক্ষুধিত, কারণ তোমরা পরিতৃপ্ত হবে। ধন্য তোমরা, যারা এখন কান্নাকাটি কর, কারণ তোমরা হাসবে।


সমস্ত দুনিয়া! মাবুদের উদ্দেশে জয়ধ্বনি কর;


বিনাশ ও দুর্ভিক্ষের সময় তুমি হাসবে, বন্যপশুদের থেকে তোমার শঙ্কা হবে না।


সেই দিনে লোকেরা অনেক কোরবানী করে আনন্দ করলো, কেননা আল্লাহ্‌ তাদেরকে মহানন্দে আনন্দিত করলেন এবং স্ত্রী ও বালক বালিকারাও আনন্দ করলো; তাতে অনেক দূর পর্যন্ত জেরুশালেমের আনন্দধ্বনি শোনা গেল।


সমস্ত দুনিয়া! মাবুদের উদ্দেশে জয়ধ্বনি কর; উচ্চধ্বনি কর, আনন্দগান কর, প্রশংসা গাও।


কিন্তু কেউ বলে না, আমার নির্মাতা আল্লাহ্‌ কোথায়? তিনি তো রাতের বেলায় শক্তি দান করেন।


মাবুদ যখন সিয়োনের বন্দীদেরকে ফিরালেন, তখন আমরা স্বপ্নদর্শকদের মত হলাম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন