Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 8:17 - কিতাবুল মোকাদ্দস

17 প্রস্তররাশিতে তার শিকড় জড়িত হয়, সে পাথরের মধ্যে বেঁচে থাকে,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

17 সেটির মূল পাষাণ-পাথরের গাদায় জড়িয়ে যায় ও তা পাথরের মধ্যে এক স্থান খুঁজে নেয়।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

17 তার শিকড় পাথরগুলিকে জড়িয়ে ধরে ঢেকে ফেলে, প্রত্যেকটি পাথর শক্ত করে আঁকড়ে থাকে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 প্রস্তররাশিতে তাহার শিকড় জড়িত হয়, সে পাষাণচয়ের স্থান দেখিতে পায়,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 পাথরের চাঁইয়ের মধ্যে সে তার শিকড় ছড়িয়ে রাখে, পাথরের মধ্যেই সে তার শিকড় গজায়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 তার শিকড় পাথরের ঢিবি জড়িয়ে ধরে; পাথরের মধ্যে তারা ভালো জায়গা খোঁজে।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 8:17
9 ক্রস রেফারেন্স  

তারা তোমাদের সঙ্গে ভোজন পান করার সময়ে তোমাদের প্রেম-ভোজে কলঙ্কস্বরূপ, তারা কেবল নিজেদেরই তুষ্ট করে; তারা বায়ু-চালিত পানিহীন মেঘের মত; হেমন্তকালের ফলহীন, দু’বার মৃত ও শিকড় সুদ্ধ উপ্‌ড়ে ফেলা গাছের মত;


খুব ভোরে তাঁরা যেতে যেতে দেখলেন, সেই ডুমুরগাছটি সমূলে শুকিয়ে গেছে।


তারা রোপিত হয় নি, তারা উপ্ত হয় নি, ভূমিতে তাদের কাণ্ড বদ্ধমূল হয় নি, অমনি তিনি তাদের উপরে ফুৎকার দেন, তারা শুকিয়ে যায়, ঘূর্ণিবাতাস তাদেরকে শুকনো খড়ের মত উড়িয়ে দেয়।


অতএব আগুনের জিহ্বা যেমন নাড়া গ্রাস করে, শুকনো ঘাস যেমন আগুনের শিখায় পরিণত হয়, তেমনি তাদের মূল পচে যাওয়া কাঠের মত হবে ও তাদের ফুল ধুলার মত উড়ে যাবে। কেননা তারা বাহিনীগণের মাবুদের ব্যবস্থা অগ্রাহ্য করেছে, ইসরাইলের পবিত্রতমের কালাম অবজ্ঞা করেছে।


পানির ধারে আমার মূল বিস্তৃত হয়, সমস্ত রাত আমার শাখায় শিশির থাকে,


নিচে তার মূল শুকিয়ে যাবে, উপরে তার শাখা ম্লান হবে।


সে সূর্যের সাক্ষাতে সতেজ থাকে, বাগানে তার কোমল শাখা ছড়িয়ে যায়।


তবু যখন সে স্বস্থান থেকে উৎপাটিত হয়, তখন সেই স্থান তাকে অস্বীকার করে বলবে, আমি তো তোমাকে দেখি নি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন