Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 7:8 - কিতাবুল মোকাদ্দস

8 আমার দর্শনকারীর চোখ আর আমাকে দেখবে না; আমার প্রতি যখন তোমার দৃষ্টি পড়বে, আমি আর তখন থাকব না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

8 যে চোখ আজ আমায় দেখতে পাচ্ছে তা আর কখনও আমায় দেখতে পাবে না; তুমি আমার খোঁজ করবে, কিন্তু আমি আর থাকব না।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

8 আজ তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিন্তু আর কোনদিন দেখতে পাবে না। যদি আমার সন্ধান কর, পাবে না আমায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 আমার দর্শনকারীর চক্ষু আর আমাকে দেখিবে না; আমার প্রতি তোমার দৃষ্টি পড়িবে, কিন্তু আমি অনুদ্দিষ্ট হইব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 এবং যদিও তুমি এখন আমায় দেখছ তুমি আমাকে দেখবে না, তুমি আমাকে খুঁজতে থাকবে কিন্তু আমি থাকবো না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 ঈশ্বরের চোখ, যা আমায় দেখে, আর আমায় দেখতে পাবে না; ঈশ্বরের চোখ আমার ওপরে থাকবে, কিন্তু আমার অস্তিত্ব থাকবে না।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 7:8
14 ক্রস রেফারেন্স  

যে চোখ তাকে দেখতো, তা আর দেখবে না, তার বাসস্থান আর তাকে দেখবে না।


কিন্তু আমি সেই পথে গেলাম, দেখ, সে নেই, আমি খোঁজ করলাম, কিন্তু তাকে পাওয়া গেল না।


তুমি যখন অপরাধের দরুন মানুষকে ভর্ৎসনা দ্বারা শাসন কর, তখন কীটের মত তার সৌন্দর্য বিলীন করে থাক; সত্যি, প্রত্যেক মানুষ অসারমাত্র। [সেলা।]


তবু তুমি কি এই রকম প্রাণীর প্রতি চোখ মেলবে? আমাকে তোমার সঙ্গে কি বিচারে আনবে?


তুমি আমার চরণ শিকল দিয়ে বেঁধে রেখেছ, আমার সমস্ত পথে লক্ষ্য রাখছ, আমার পাদমূলের চারদিকে সীমানা বাঁধছ।


তবু যখন সে স্বস্থান থেকে উৎপাটিত হয়, তখন সেই স্থান তাকে অস্বীকার করে বলবে, আমি তো তোমাকে দেখি নি।


কিন্তু এখন সে মারা গেছে, তবে আমি কি জন্য রোজা রাখব? আমি কি তাকে ফিরিয়ে আনতে পারি? আমি তার কাছে যাব, কিন্তু সে আমার কাছ ফিরে আসবে না।


তা হলে এখন শয়ন করে বিশ্রাম করতাম, নিদ্রিত হতাম, শান্তি পেতাম;


তুমি আমার অধর্ম মাফ কর না কেন? আমার অপরাধ দূর কর না কেন? আমি তো এখন ধূলিতে শয়ন করবো, তুমি সযত্নে আমার খোঁজ করবে, কিন্তু আমি থাকব না।


সে শেষবারের মত ধনী হয়ে শয়ন করে, কিন্তু সে চোখ খুলে দেখে, তার ধন আর নেই।


কিন্তু মানুষ মরলে ক্ষয় পায়; মানুষ প্রাণত্যাগ করে কোথায় থাকে?


সে রাত্রিকালীন দর্শনের মত দূরীকৃত হবে।


তার উপর দিয়ে বায়ু প্রবাহিত হলেই তার অস্তিত্ব থাকে না, তার স্থানও তাকে আর চিনবে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন