Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 6:25 - কিতাবুল মোকাদ্দস

25 ন্যায্য কথা কেমন শক্তিশালী! কিন্তু তোমাদের তর্কে কি দোষ ব্যক্ত হয়?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

25 সরল কথাবার্তা কতই না যন্ত্রণাদায়ক! কিন্তু তোমাদের যুক্তিতর্ক কী প্রমাণ করে?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

25 সরল আন্তরিক কথা ফলপ্রদ, কিন্তু তোমরা মুর্খের মত কথা বলছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

25 ন্যায্য বাক্য কেমন প্রবল! কিন্তু তোমাদের তর্কে কি দোষ ব্যক্ত হয়?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

25 সৎ‌-বাক্যই শক্তিশালী। কিন্তু তোমার যুক্তি কোন কিছুই প্রমাণ করে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

25 সত্যি কথা কতটা যন্ত্রণা দেয়! কিন্তু তোমাদের তর্ক বিতর্ক, প্রকৃত পক্ষে সেগুলো কীভাবে আমাকে দোষী করে?

অধ্যায় দেখুন কপি




ইয়োব 6:25
15 ক্রস রেফারেন্স  

উপযুক্ত সময়ে বলা কথা রূপার ডালিতে সোনার আপেল ফলের মত।


মরণ ও জীবন জিহ্বার অধীন; যারা তা ভালবাসে, তারা তার ফল ভোগ করবে।


অবিবেচনার কথাবার্তা তলোয়ারের আঘাতের মত, কিন্তু জ্ঞানবানদের জিহ্বা স্বাস্থ্যস্বরূপ।


আবার তাঁর তিন বন্ধুর প্রতি তাঁর ক্রোধে জ্বলে উঠলেন, কারণ তারা জবাব দিতে না পেরেও আইউবকে দোষী করেছিলেন।


যদি এরকম না হয়, কে আমার কথাগুলো মিথ্যা বলে প্রমাণ করবে? কে আমার কথা নিরর্থক বলে দেখাবে?


তবে কেন আমাকে অনর্থক সান্ত্বনা দিচ্ছ? তোমাদের উত্তরে তো কেবল অসত্য রয়েছে।


আহা! তোমরা একেবারে নীরব হয়ে থাকতে, তবে সেটাই হত তোমাদের প্রজ্ঞা।


তোমার কথা উচোট খাওয়া লোককে উঠিয়েছে, তুমি দুর্বল হাঁটু সবল করেছ।


আমাকে শিক্ষা দাও, আমি নীরব হব; আমাকে বুঝিয়ে দাও, কিসে আমি ভুল করেছি।


তোমরা কি শব্দের দোষ ধরবার সঙ্কল্প করছো? নিরাশ ব্যক্তির কথা তো বায়ুর মত।


দেখ, তোমরা সকলেই তোমাদের মধ্যে তা দেখেছ, তবে কেন এমন অর্থহীন কথাবার্তা?


মানুষ তার মুখের উত্তরে আনন্দ পায়; আর ঠিক সময়ে বলা কথা কেমন উত্তম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন