Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 5:5 - কিতাবুল মোকাদ্দস

5 ক্ষুধিত লোক তার শস্য খেয়ে ফেলে, কাঁটার বেড়া ভেঙে তা হরণ করে, ফাঁদ তার সম্পত্তি গ্রাস করে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

5 ক্ষুধার্ত লোক তার ফসল খেয়ে ফেলে, কাঁটাঝোপ থেকেও সেগুলি তুলে নেয়, আর তৃষ্ণার্তরা তার সম্পত্তির জন্য আকাঙ্ক্ষিত হয়।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

5 লোভীরা ভোগ করবে তার ফসল এমন কি কাঁটা ঝোপের মধ্যে থেকেও তারা ঈর্ষান্বিত হবে তার সম্পদের জন্য।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 ক্ষুধিত লোক তাহার শস্য খাইয়া ফেলে, কন্টকের বেড়া ভাঙ্গিয়া তাহা হরণ করে, ফাঁদ তাহার সম্পত্তি গ্রাস করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 ক্ষুধিত লোকরা তার সব শস্য খেয়ে নিয়েছিল। কাঁটাঝোপের মধ্যে যে শস্য গজিয়ে উঠেছিলো, এই ক্ষুধিত লোকরা তাও খেয়ে নিয়েছিল। তাদের যা কিছু ছিল, লোভী লোকরা সবই নিয়ে গিয়েছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 তাদের শস্য অন্যরা খেয়ে নিয়েছে যারা ক্ষুধার্ত ছিল, লোকেরা এমনকি কাঁটার বেড়ার মধ্যে থেকেও নেয়; যারা তাদের সম্পত্তির জন্য আকুল আকাঙ্খী, লোকেরা তাদের সম্পত্তি গ্রাস করেছে।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 5:5
20 ক্রস রেফারেন্স  

তোমার সমস্ত দুশমন তোমার বিরুদ্ধে মুখ খুলে হ্যাঁ, করেছে, তারা শিস দিয়ে দাঁত ঘর্ষণ করে, বলে, আমরা তাকে গ্রাস করলাম, এটি অবশ্য সেদিন, যার আকাঙ্খা করতাম; আমরা পেলাম, দেখলাম।


কেননা তারা বায়ুরূপ বীজ বপন করে, ঝঞ্ঝারূপ শস্য কাটবে; তার ক্ষেতে শস্য নেই; চারা শস্য দেবে না; শস্য দিলেও বিদেশীরা তা গ্রাস করবে।


আর আমি ব্যাবিলনে বেল দেবকে প্রতিফল দেব, তার মুখ থেকে তার গিলিত দ্রব্য বের করবো; এবং জাতিরা আর তার দিকে অগ্রসর হবে না; ব্যাবিলনের প্রাচীরও পড়ে যাবে।


ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসার আমাকে গ্রাস করেছেন, আমাকে চূর্ণ করেছেন, আমাকে শূন্যপাত্রস্বরূপ করেছেন, আমাকে দানবের মত গ্রাস করেছেন, আমার উপাদেয় খাবার দ্বারা তার উদর পূর্ণ করেছেন, আমাকে দূর করেছেন।


মাবুদ তাঁর ডান হাত ও তাঁর বলবান বাহু তুলে কসম খেয়েছেন, নিশ্চয় আমি খাদ্যের জন্য তোমার দুশমনদেরকে তোমার গম আর দেব না এবং বিজাতি সন্তানেরা তোমার পরিশ্রম দ্বারা প্রস্তুত তোমার আঙ্গুর-রস আর পান করতে পাবে না;


সে ধন গ্রাস করেছে, আবার তা বমন করবে; আল্লাহ্‌ তার উদর থেকে তা বের করবেন।


দস্যুদের তাঁবু শান্তিযুক্ত, আল্লাহ্‌কে যারা ক্রুদ্ধ করে, তারা নির্বিঘ্নে থাকে, আল্লাহ্‌ তাদের হাতে ধন দেন।


মাবুদ শয়তানকে বললেন, আমার গোলাম আইউবের প্রতি কি তোমার মন পড়েছে? কেননা তার মত সিদ্ধ ও সরল, আল্লাহ্‌ভীরু ও কুক্রিয়াত্যাগী লোক দুনিয়াতে কেউই নেই; সে এখনও তাঁর সিদ্ধতা রক্ষা করছে, যদিও তুমি অকারণে তাকে বিনষ্ট করতে আমাকে প্ররোচিত করেছ।


সে কথা বলছিল, ইতোমধ্যে আর এক জন এসে বললো, কল্‌দীয়েরা তিন দল হয়ে উটের পাল আক্রমণ করে তাদেরকে নিয়ে গেল এবং তলোয়ারের আঘাতে যুবকদেরকে হত্যা করলো; আপনাকে সংবাদ দিতে কেবল একা আমি রক্ষা পেয়েছি।


ইতোমধ্যে শিবায়ীয়েরা আক্রমণ করে সেসব নিয়ে গেল এবং তলোয়ারের আঘাতে যুবকদেরকে হত্যা করলো; আপনাকে সংবাদ দিতে কেবল একা আমি রক্ষা পেয়েছি।


এজন্য মাবুদ তাঁদের বিরুদ্ধে আসেরিয়ার বাদশাহ্‌র সেনাপতিদেরকে নিয়ে আসলেন; আর তারা মানশাকে হাতকড়া দিয়ে তাঁকে শিকল দিয়ে বেঁধে ব্যাবিলনে নিয়ে গেল।


পরে মাবুদের ফেরেশতা এসে অবীয়েষ্রীয় যোয়াশের অধিকারভুক্ত অফ্রাতে অবস্থিত এলা গাছের তলে বসলেন। আর যোয়াশের পুত্র গিদিয়োন আঙ্গুর মাড়াবার কুণ্ডে গম মাড়াই করছিলেন, যেন মাদিয়ানীয়দের থেকে তা লুকাতে পারেন।


আর যে পর্যন্ত তোমার বিনাশ না হবে, সেই পর্যন্ত সে তোমার পশুর ও ভূমির ফল ভোজন করবে; যে পর্যন্ত সে তোমার বিনাশ সাধন না করবে, সেই পর্যন্ত তোমার জন্য শস্য, আঙ্গুর-রস কিংবা তেল, তোমার গরুর বাচ্চা কিংবা তোমার ভেড়ীর বাচ্চা অবশিষ্ট রাখবে না।


তোমার অজ্ঞাত এক জাতি তোমার ভূমির ফসল ও তোমার শ্রমের সমস্ত ফল ভোগ করবে এবং তুমি সব সময় কেবল নির্যাতিত ও চূর্ণ হবে;


প্রভু দুশমনের মত হয়েছেন, ইসরাইলকে গ্রাস করেছেন, তিনি তার সমস্ত অট্টালিকা গ্রাস করেছেন, তার দুর্গ সকল ধ্বংস করেছেন, তিনি এহুদা-কন্যার শোক ও মাতম বৃদ্ধি করেছেন।


সে পূর্ণ প্রাচুর্যের সময়ে কষ্টে পড়বে, নির্যাতিত সকলের হাত তাকে আক্রমণ করবে।


এই কারণে তোমার চতুর্দিকে ফাঁদ আছে, আকস্মিক ত্রাস তোমাকে ভয় দেখায়।


মহাজন তার সর্বস্ব আটক করুক, অপর লোকেরা তার শ্রমফল লুট করুক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন