Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 5:27 - কিতাবুল মোকাদ্দস

27 দেখ, আমরা অনুসন্ধান করেছি; এটা নিশ্চিত। তুমি এই কথা শুন, নিজের জন্য জেনে রাখ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

27 “আমরা এর পরীক্ষা করেছি, আর তা সত্যি। তাই একথা শোনো ও নিজের জীবনে প্রয়োগ করো।”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

27 দেখ, দীর্ঘকালের অভিজ্ঞতা থেকে আমরা এই সত্য জেনেছি, নিজের মঙ্গলের জন্য মেনে নাও এই সত্য।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

27 দেখ, আমরা অনুসন্ধান করিয়াছি; ইহা নিশ্চিত; তুমি ইহা শুন, আপনার জন্য জানিয়া রাখ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

27 “ইয়োব, এই বিষয়গুলো আমরা অনুধাবন করেছি এবং আমরা জানি সেগুলি সত্যি। তাই ইয়োব, আমাদের কথা শোন, এবং তোমার নিজের জন্য সেগুলো শেখো।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

27 দেখ, আমরা এ বিষয়ে পরীক্ষা করে দেখেছি; এটা এরকম, এটা শোন এবং এটা জানো নিজের জন্য।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 5:27
13 ক্রস রেফারেন্স  

মাবুদের সমস্ত কাজ মহৎ, তাতে যারা আনন্দিত হয় তারা সকলে তা অধ্যয়ন করে।


তুমি যদি জ্ঞানবান হও, নিজেরই মঙ্গলের জন্যই জ্ঞানবান হবে, যদি নিন্দা কর, একাই তা বহন করবে।


আজ আমি তোমার মঙ্গলের জন্য মাবুদের যে যে হুকুম ও বিধি তোমাকে দিচ্ছি, সেসব যেন পালন কর।


মানুষ কি আল্লাহ্‌র উপকারী হতে পারে? বরং বিবেচক নিজেরই উপকারী হয়।


আমি তোমাকে বলি, আমার কথা শুন, আমি যা দেখেছি তা প্রচার করবো।


অবশ্য তোমরাই সেই লোক, যাদের সঙ্গে প্রজ্ঞা মরে যাবে!


যেমন যথাসময়ে শস্যের আটি তুলে নেওয়া যায়, তেমনি তুমি সমপূর্ণ আয়ু পেয়ে কবর পাবে।


পরে আইউব জবাবে বললেন,


দেখ, এসব আমি স্বচক্ষে দেখেছি, এসব স্বকর্ণে শুনে বুঝেছি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন