ইয়োব 5:22 - কিতাবুল মোকাদ্দস22 বিনাশ ও দুর্ভিক্ষের সময় তুমি হাসবে, বন্যপশুদের থেকে তোমার শঙ্কা হবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ22 ধ্বংস ও দুর্ভিক্ষ দেখে তুমি হাসবে, আর বুনো পশুদেরও ভয় পাবে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 দুর্ভিক্ষ ও হানাহানির সময় তুমি নিশ্চিত থাকবে বন্য জন্তুর আক্রমণের ভয়ে হবো না ভীত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 বিনাশ ও দুর্ভিক্ষে তুমি হাসিবে, বন্যপশুদের হইতে তোমার শঙ্কা হইবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 দুর্ভিক্ষ ও ধ্বংসের দিনগুলোকে তুমি উপহাস করবে। তুমি বন্য জন্তুদের ভয় পাবে না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 তুমি বিনাশ ও দূর্ভিক্ষে হাঁসবে এবং তুমি জঙ্গলের পশুদের থেকে ভয় পাবে না। অধ্যায় দেখুন |