ইয়োব 41:28 - কিতাবুল মোকাদ্দস28 ধনুর্বাণ তাকে তাড়াতে পারে না, ফিঙ্গার পাথর তার কাছে যেন তুষ। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ28 তির ছুঁড়ে তাকে তাড়ানো যায় না; গুল্তির নুড়ি-পাথর তার কাছে তুষের সমান। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 তীর ছুঁড়ে তাকে তাড়ানো যায় না, ফিঙ্গার পাথর তার কাছে খড়কুটোর সমান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 ধনুর্ব্বাণ তাহাকে তাড়াইতে পারে না, তাহার কাছে ফিঙ্গার প্রস্তর তৃণ হইয়া পড়ে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 তীরের ভয়ে লিবিয়াথন পালিয়ে যায় না। ওর গা থেকে পাথর খড়কুটোর মতো ছিটকে চলে আসে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী28 তীর তাকে তাড়াতে পারে না; তার কাছে গুলতির পাথর তুষের মত হয়ে যায়। অধ্যায় দেখুন |