Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 41:23 - কিতাবুল মোকাদ্দস

23 তার মাংসের ভাঁজ পরস্পর সংযুক্ত; তা তার উপরে দৃঢ়ীভূত, সরতে পারে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

23 তার শরীরের ভাঁজ আঁটোসাঁটোভাবে যুক্ত; সেগুলি মজবুত ও অনড়।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

23 তার মাংসপেশীগুলি পরস্পর সংলগ্ন দৃঢ় সংবদ্ধ, অনড়,অটল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

23 তাহার মাংসের পর্ত্তা পরস্পর সংযুক্ত; তাহা তাহার উপরে দৃঢ়ীভূত, সরিতে পারে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

23 ওর চামড়ায় কোন কোমল স্থান নেই। তা যেন লোহার মত শক্ত।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

23 তার মাংসের ভাঁজ একসঙ্গে যুক্ত; তারা তার ওপর অনড়; তারা সরতে পারে না।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 41:23
5 ক্রস রেফারেন্স  

তার গ্রীবায় বল অবস্থিতি করে, তার সম্মুখে ত্রাস নৃত্য করে।


তার হৃৎপিণ্ড পাথরের মত দৃঢ়, যাঁতার নিচের পাটের মত দৃঢ়।


সে এরস গাছের মত লেজ নাড়ে, তার ঊরুদ্বয়ের শিরাগুলো জোড়া।


হে মানুষের সন্তান, তুমি মিসরের বাদশাহ্‌ ফেরাউনের জন্য মাতম কর, আর তাকে বল, জাতিদের যুবা সিংহের সঙ্গে তোমার তুলনা করা হয়েছিল; কিন্তু তুমি নদীর মধ্যেকার কুমিরের মত; তুমি তোমার নদীগুলোর মধ্যে আস্ফালন করতে, নিজের পা দিয়ে পানি মলিন করতে ও সেখানকার নদনদী ঘোলা করতে।


আর তাদের বুকপাটা লোহার বুকপাটার মত ও তাদের পাখার আওয়াজ রথের, যুদ্ধে ধাবমান অনেক ঘোড়ার শব্দের মত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন