Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 41:21 - কিতাবুল মোকাদ্দস

21 তার নিশ্বাসে অঙ্গার জ্বলে উঠে, তার মুখ থেকে আগুনের শিখা বের হয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

21 তার নিঃশ্বাসে কয়লা জ্বলে ওঠে, ও তার মুখ থেকে আগুনের শিখা উড়ে আসে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

21 তার নিঃশ্বাসে অঙ্গার জ্বলে ওঠে মুখ থেকে নির্গত হয় অগ্নিশিখা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

21 তাহার নিঃশ্বাসে অঙ্গার জ্বলিয়া উঠে, তাহার মুখ হইতে অগ্নিশিখা বাহির হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

21 লিবিয়াথনের নিঃশ্বাসে কয়লা জ্বলে যায়, ওর মুখ থেকে আগুনের শিখা বার হয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

21 তার নিঃশ্বাসে কয়লা জ্বলে ওঠে; তার মুখ থেকে আগুন বের হয়।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 41:21
7 ক্রস রেফারেন্স  

তাঁর নাসারন্ধ্র থেকে ধোঁয়া বের হল, তাঁর মুখনির্গত আগুন গ্রাস করলো; তাঁর কাছ থেকে বেরিয়ে আসল প্রজ্বলিত অঙ্গার।


তাঁর আগে আগে মহামারী চলে, তাঁর পদচিহ্ন দিয়ে জ্বলন্ত অঙ্গার গমন করে।


কেননা তোফৎ [অগ্নিকুণ্ড] পূর্বকাল থেকে সাজান রয়েছে, তা-ই বাদশাহ্‌র জন্য প্রস্তুত আছে; তিনি তা গভীর ও প্রশস্ত করেছেন; তা আগুন ও প্রচুর কাঠ দিয়ে সাজানো হয়েছে; মাবুদের ফুৎকারে গন্ধকস্রোতের মত তাতে আগুন ধরিয়ে দেবে।


তাঁর সম্মুখবর্তী তেজ থেকে মেঘমালা সরে গেল, দেখা গেল শিলাবৃষ্টি ও প্রজ্বলিত অঙ্গার।


তার নাসারন্ধ্র থেকে ধোঁয়া বের হয়, যেমন ফুটন্ত পাত্র ও নল-খাগড়ার ধোঁয়া।


তার গ্রীবায় বল অবস্থিতি করে, তার সম্মুখে ত্রাস নৃত্য করে।


ঘাস শুকিয়ে যায়, ফুল ম্লান হয়ে পড়ে, কারণ তার উপরে মাবুদের নিশ্বাস বয়ে যায়; সত্যিই লোকেরা ঘাসের মত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন