Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 41:15 - কিতাবুল মোকাদ্দস

15 তার মেরুদণ্ড ফলকশ্রেণীর মত শোভা পায়, তা সীলমোহরের মত দৃঢ়ভাবে বন্ধ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

15 তার পিঠে সারি সারি ঢাল আছে যা একসাথে আঁটোসাঁটোভাবে বাঁধা থাকে;

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

15 তার পিঠে সারি সারি ঢাল সাজানো রয়েছে সেগুলি প্রস্তরকঠিন ও দৃঢ়সংঘবদ্ধ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 তাহার ফলকশ্রেণী শোভা পায়, তাহা মুদ্রাঙ্কিতের ন্যায় দৃঢ়রূপে বদ্ধ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 ওর পিঠের পেশী সারিবদ্ধ ভাবে দৃঢ়সংবদ্ধ হয়ে আছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

15 তার পিছন ঢালের সারি দিয়ে তৈরী করা হয়েছে, একটা সিলমোহরের মত একসঙ্গে বন্ধ।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 41:15
6 ক্রস রেফারেন্স  

তাতে সেই প্রাচীনদের মধ্যে এক জন আমাকে বললেন, কেঁদো না; দেখ, যিনি এহুদা-বংশীয় সিংহ, দাউদের মূলস্বরূপ, তিনি ঐ কিতাব ও তার সাতটি সীলমোহর খুলবার জন্য বিজয়ী হয়েছেন।


মাবুদ এই কথা বলেন, জ্ঞানবান তার জ্ঞানের বিষয়ে গর্ব না করুক, বিক্রমী তার বিক্রমের গর্ব না করুক, ধনবান তার ধনের গর্ব না করুক।


তাতে তারা গিয়ে প্রহরী-দলের সঙ্গে সেই পাথরের উপর সীলমোহর করে কবর রক্ষা করতে লাগল।


তার মুখের কবাট কে খুলতে পারে? তার দন্তাবলীর চারদিকে ত্রাস থাকে।


সেসব পরস্পর এমন সংলগ্ন যে, তার অন্তরালে বায়ু প্রবেশ করতে পারে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন