Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 40:3 - কিতাবুল মোকাদ্দস

3 তখন আইউব জবাবে মাবুদকে বললেন,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

3 পরে ইয়োব সদাপ্রভুকে উত্তর দিলেন:

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3-4 ইয়োব তখন প্রভুকে বললেনঃ দেখ, আমি তুচ্ছ নগণ্য, আমি তোমাকে কি উত্তর দেব? আমি আর কোন কথা বলব না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 তখন ইয়োব উত্তর করিয়া সদাপ্রভুকে কহিলেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 তখন ইয়োব প্রভুকে উত্তর দিয়ে বললেন:

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 তখন ইয়োব সদাপ্রভুকে উত্তর দিলেন এবং বললেন,

অধ্যায় দেখুন কপি




ইয়োব 40:3
8 ক্রস রেফারেন্স  

সর্বশক্তিমানের সঙ্গে যে ঝগড়া করছে সে কি তাঁকে সংশোধন করবে? আল্লাহ্‌র সঙ্গে বিতর্ককারী এর উত্তর দিক।


দেখ, আমি অযোগ্য; তোমাকে কি জবাব দেব? আমি নিজের মুখে হাত দিই।


আইউবকে এসব বলবার পর মাবুদ তৈমনীয় ইলীফসকে বললেন, তোমার ও তোমার দুই বন্ধুর প্রতি আমার ক্রোধের আগুন জ্বলে উঠেছে, কারণ আমার গোলাম আইউব যেমন বলেছে, তোমরা আমার বিষয়ে তেমন যথার্থ কথা বল নি।


আইউব বললেন, বিলুপ্ত হোক সেদিন, যেদিন আমার জন্ম হয়েছিল, সেই রাত, যে রাত বলেছিল, ‘পুত্র-সন্তান হল’।


কেউ কি আল্লাহ্‌কে বলেছে, আমি (শাস্তি) পেয়েছি, আর গুনাহ্‌ করবো না,


পরে আইউব মাবুদকে জবাবে বললেন,


এজন্য আমি নিজেকে ঘৃণা করছি, ধুলায় ও ভস্মে বসে তওবা করছি।


অতএব তোমরা আল্লাহ্‌র বশীভূত হও, আর শয়তানকে প্রতিরোধ কর, তাতে সে তোমাদের কাছ থেকে পালিয়ে যাবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন