Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 40:2 - কিতাবুল মোকাদ্দস

2 সর্বশক্তিমানের সঙ্গে যে ঝগড়া করছে সে কি তাঁকে সংশোধন করবে? আল্লাহ্‌র সঙ্গে বিতর্ককারী এর উত্তর দিক।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

2 “যে সর্বশক্তিমানের সঙ্গে তর্কবিতর্ক করে সে কি তাঁকে সংশোধন করবে? যে ঈশ্বরকে অভিযুক্ত করেছে সেই তাঁকে জবাব দিক!”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 দোষগ্রাহী কি সর্ব্বশক্তিমানের সহিত বিবাদ করিবে? ঈশ্বরের সহিত বিতর্ককারী ইহার উত্তর দিউক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 “ইয়োব, তুমি ঈশ্বর, সর্বশক্তিমানের সঙ্গে তর্ক করেছো। তুমি কি আমাকে সংশোধন করবে? যে ব্যক্তি ঈশ্বরের বিরুদ্ধে তর্ক করে সে তাঁর কাছে উত্তর দেবে!”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 “যে সমালোচনা করতে চায় সে কি সর্বশক্তিমানকে সংশোধনের চেষ্টা করবে? যে ঈশ্বরের সঙ্গে তর্ক বিতর্ক করে, সে উত্তর দিক।”

অধ্যায় দেখুন কপি




ইয়োব 40:2
35 ক্রস রেফারেন্স  

কেননা “কে প্রভুর মন জেনেছে যে, তাঁকে উপদেশ দিতে পারে?” কিন্তু মসীহের মন আমাদের আছে।


তিনি কার কাছে মন্ত্রণা গ্রহণ করেছেন? কে তাঁকে বুদ্ধি দিয়েছে ও বিচারপথ দেখিয়েছে, তাঁকে জ্ঞান শিক্ষা দিয়েছে ও বিবেচনার পথ জানিয়েছে?


আপনি কেন তার সঙ্গে বিতণ্ডা করছেন? তিনি তো আপনার কোন কথার জবাব দেন না।


পেয়ে তারা সেই গৃহকর্তার বিরুদ্ধে বচসা করে বলতে লাগল,


যিনি আমাকে ধার্মিক করেন, তিনি নিকটবর্তী; কে আমার সঙ্গে ঝগড়া করবে? এসো, আমরা একত্র দাঁড়াই; কে আমার প্রতিবাদী? সে আমার কাছে আসুক।


‘পূর্বপুরুষেরা টক আঙ্গুর ফল খায়, তাই সন্তানদের দাঁত টকে যায়,’ এই যে প্রবাদ তোমরা ইসরাইল-দেশের বিষয়ে বল, এতে তোমাদের অভিপ্রায় কি?


জীবন্ত আল্লাহ্‌র কসম— যিনি আমার বিচার অগ্রাহ্য করেছেন, সর্বশক্তিমানের কসম— যিনি আমার প্রাণ তিক্ত করেছেন,


সে যদি তাঁর সঙ্গে বাদানুবাদ করতে চায়, তবে হাজার কথার মধ্যে তাঁকে একটিরও উত্তর দিতে পারে না?


কেন তাকে আলো দেওয়া হয়েছে যে আলো দেখতে পায় না, তার চারদিকে আল্লাহ্‌ বেড়া দিয়েছেন।


দুঃখার্তকে কেন আলো দেওয়া হয়? তিক্তপ্রাণকে কেন জীবন দেওয়া হয়? তারা মৃত্যুর আকাঙক্ষা করে,


অথবা আমরা কি প্রভুর ক্রোধ জন্মাচ্ছি? তাঁর থেকে কি আমরা বলবান?


যা হয়েছে, অনেক দিন হল তার নামকরণ হয়েছিল, কারণ সকলে জানে যে, সে মানুষ এবং নিজের চেয়ে পরাক্রান্ত লোকের সঙ্গে বিতণ্ডা করতে সে অপারগ।


তুমি আমার প্রতি নির্দয় হয়ে উঠছে, তোমার বাহুবল আমাকে তাড়না করছে।


আমি কি সমুদ্র না তিমি যে, আমার উপরে তুমি প্রহরী রাখছ?


আমি আল্লাহ্‌কে বলবো, আমাকে দোষী করো না; আমার সঙ্গে কি কারণে ঝগড়া করছো, তা আমাকে জানাও।


কিন্তু আমি সর্বশক্তিমানের সঙ্গে কথা বলতে চাই, আল্লাহ্‌র সঙ্গে আমার মামলা নিয়ে তর্ক করতে চাই।


তবে আমি তাঁর সম্মুখে আমার বিচার বর্ণনা করবো, আমি নানা যুক্তিতর্কে আমার মুখ পূর্ণ করবো।


হায় হায়! কেউ কি আমার কথা শোনে না? এই দেখ, আমি যা বলছি তা সত্যি; সর্বশক্তিমান আমাকে উত্তর দিন, আমার প্রতিবাদী আমার দোষপত্র লিখুন।


মাবুদ আইউবকে আরও বললেন,


তখন আইউব জবাবে মাবুদকে বললেন,


হে ব্যাবিলন, আমি তোমার জন্য ফাঁদ পেতেছি, আর তুমি তাতে ধরাও পড়েছ, কিন্তু জানতে পার নি; তোমাকে পাওয়া গেছে, আবার তুমি ধরাও পড়েছ, কেননা তুমি মাবুদের সঙ্গে যুদ্ধ করেছ।


তুমি এখন বীরের মত কোমরবন্ধনী পর; আমি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি আমাকে বুঝিয়ে দাও।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন