Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 4:4 - কিতাবুল মোকাদ্দস

4 তোমার কথা উচোট খাওয়া লোককে উঠিয়েছে, তুমি দুর্বল হাঁটু সবল করেছ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

4 তোমার কথা হোঁচট খাওয়া লোকদের সাহায্য করেছে; কম্পমান জানুগুলি তুমি শক্ত করেছ।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

4 জীবনসংগ্রামে বিধ্বস্ত পদস্খলিত ব্যক্তি তোমার কথায় আবার উঠে দাঁড়িয়েছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 তোমার বাক্য পতনোম্মুখ লোককে উঠাইয়াছে, তুমি ভগ্ন হাঁটু সবল করিয়াছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 যারা প্রায় পড়ে যাচ্ছিল তুমি তাদের উৎসাহিত করেছ। যাদের হাঁটু ভেঙে আসছিল তুমি তাদের সবল করেছ।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 তোমার কথা তাকে সাহায্য করেছিল যে পড়ে যাচ্ছিল, তুমি অতি দুর্বল হাঁটু সবল করেছ।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 4:4
15 ক্রস রেফারেন্স  

অতএব তোমাদের শিথিল হাত ও অবশ হাঁটু সবল কর;


হে ভাইয়েরা, আমরা তোমাদেরকে বিনয় করছি, যারা অলস তাদের সাবধান কর, যাদের সাহস নেই তাদেরকে উৎসাহ দাও, দুর্বলদের সাহায্য কর, সকলের প্রতি দীর্ঘসহিষ্ণু হও।


অবিবেচনার কথাবার্তা তলোয়ারের আঘাতের মত, কিন্তু জ্ঞানবানদের জিহ্বা স্বাস্থ্যস্বরূপ।


মাবুদ পতনোন্মুখ সকলকে ধরে রাখেন, অবনত সকলকে তুলে ধরেন।


তবুও আল্লাহ্‌, যিনি অবনতদের সান্ত্বনা দেন, তিনি তীতের আগমন দ্বারা আমাদের সান্ত্বনা দিলেন;


অতএব তোমরা বরং তাকে মাফ করলে ও সান্ত্বনা দিলে ভাল হয়, পাছে অতিরিক্ত মনোদুঃখে সেই ব্যক্তি হতাশ হয়ে পড়ে।


তখন বাদশাহ্‌র মুখ ফ্যাকাশে হয়ে গেল, তাঁর ভাবনা তাঁকে ভীষণ ভয় পাইয়ে দিল; তাঁর কোমরের গ্রন্থি শিথিল হয়ে পড়লো এবং তাঁর হাঁটু কাঁপতে লাগল।


দেখ, তুমি অনেককে শিক্ষা দিয়েছ, তুমি দুর্বল হাত সবল করেছ।


তবু এখন দুঃখ তোমার কাছে আসলে তুমি কাতর হচ্ছো; তা তোমাকে স্পর্শ করলে তুমি হতাশ হচ্ছো।


আমার কথা শুনলে লোকে আমার সাধুবাদ করতো, আমাকে দেখলে তারা আমার পক্ষে সাক্ষ্য দিত।


আমি তাদের পথ মনোনীত করতাম ও প্রধানের মত বসতাম; সৈন্যদলের মধ্যে যেমন বাদশাহ্‌, তেমনি থাকতাম, শোকার্তদের সান্ত্বনাকারীর মত থাকতাম।


উপযুক্ত সময়ে বলা কথা রূপার ডালিতে সোনার আপেল ফলের মত।


আল্লাহ্‌ সার্বভৌম মাবুদ শিক্ষাগ্রাহীদের জিহ্বা দিয়েছেন, কিভাবে ক্লান্ত লোককে কালাম দ্বারা সুস্থির করতে হয়; যেন আমি বুঝতে পারি, তিনি প্রতি প্রভাতে জাগিয়ে দেন, আমার কান সজাগ করেন, যেন আমি শিক্ষার্থীদের মত শুনতে পাই।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন