ইয়োব 4:21 - কিতাবুল মোকাদ্দস21 তাদের অন্তরের দড়ি কি খোলা যায় না? তারা জ্ঞানহীন অবস্থায় ইন্তেকাল করে।” অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ21 তাদের তাঁবুর দড়াদড়ি কি উপড়ে ফেলা হয় না, যেন বিনা বিজ্ঞতায় তারা মারা যায়?’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 তার সর্বস্ব নিয়ে নেওয়া হয়, মৃত্যু হয় তার—তখনও তার জ্ঞানচক্ষু খোলে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 তাহাদের আন্তরিক রজ্জু কি খোলা যায় না? তাহারা অজ্ঞানাবস্থায় মরিয়া যায়।” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 তাদের তাঁবুর দড়ি খুলে নেওয়া হয় এবং প্রজ্ঞাবিহীন অবস্থায় তারা মারা যায়।’ অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 তাদের তাঁবুর দড়ি কি তাদের মধ্যে থেকে উপরে নেওয়া হয় না? তারা মারা যায়, তারা মারা যায় অজ্ঞানতায়। অধ্যায় দেখুন |