Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 4:1 - কিতাবুল মোকাদ্দস

1 পরে তৈমনীয় ইলীফস জবাবে বললেন,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

1 পরে তৈমনীয় ইলীফস উত্তর দিলেন:

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 তেমান নিবাসী এলিফস তখন ইয়োবকে সম্বোধন করে বললেনঃ

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 পরে তৈমনীয় ইলীফস উত্তর করিয়া কহিলেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 তৈমনীয় ইলীফস উত্তর দিলো:

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 তারপর তৈমনীয় ইলীফস উত্তর দিল এবং বলল,

অধ্যায় দেখুন কপি




ইয়োব 4:1
10 ক্রস রেফারেন্স  

তখন তৈমনীয় ইলীফস, শূহীয় বিলদ্‌দ ও নামাথীয় সোফর গিয়ে মাবুদের কথা অনুসারে কাজ করলেন; আর মাবুদ আইউবকে গ্রাহ্য করলেন।


পরে তৈমনীয় ইলীফস জবাবে বললেন,


পরে তৈমনীয় ইলীফস জবাবে বললেন,


পরে শূহীয় বিল্‌দদ জবাবে বললেন,


পরে আইউব জবাবে বললেন,


পরে আইউবের প্রতি ঘটে যাওয়া ঐ সমস্ত বিপদের কথা তাঁর তিন জন বন্ধু শুনতে পেয়ে তাঁরা প্রত্যেকে যার যার স্থান থেকে আসলেন; তৈমনীয় ইলীফস, শূহীয় বিল্‌দদ ও নামাথীয় সোফর একত্রে পরামর্শ করে তাঁর সঙ্গে শোক করতে ও তাঁকে সান্ত্বনা দেবার জন্য তাঁর কাছে আগমন করতে স্থির করলেন।


আমার শান্তি নেই, বিরাম নেই, বিশ্রাম নেই; কেবলমাত্র উদ্বেগ উপস্থিত হয়।


তোমার সঙ্গে কথা বলতে চেষ্টা করলে তুমি কি কাতর হবে? কিন্তু কে কথা না বলে চুপ করে থাকতে পারে?


ইদোমের বিষয়। বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, তৈমনে কি আর প্রজ্ঞা নেই? বুদ্ধিমানদের মধ্যে কি মন্ত্রণার লোপ হয়েছে? তাদের জ্ঞান কি অন্তর্হিত হয়েছে?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন