Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 39:9 - কিতাবুল মোকাদ্দস

9 বন্য ষাঁড় কি তোমার সেবা করতে সম্মত হবে? সে কি তোমার যাবপাত্রের কাছ থাকবে?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

9 “বুনো বলদ কি তোমার সেবা করতে রাজি হবে? সে কি রাতের বেলায় তোমার জাবপাত্রের পাশে থাকবে?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

9 বন্য বৃষ কি তোমার কাজ করবে? সে কি তোমার গোয়ালে থাকতে চাইবে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 গবয় কি তোমার সেবা করিতে সম্মত হইবে? সে কি তোমার যাবপাত্রের নিকটে থাকিবে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 “ইয়োব, একটি বুনো বলদ কি তোমার কাজ করবে? সে কি রাত্রি বেলা তোমার শস্যাগারে থাকবে?

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 বুনো ষাঁড় কি তোমার সেবা করে খুশি হবে? সে কি তোমার যাবপাত্রের কাছে থাকতে রাজি হবে?

অধ্যায় দেখুন কপি




ইয়োব 39:9
9 ক্রস রেফারেন্স  

আল্লাহ্‌ মিসর থেকে ওদের এনেছেন; সে ষাঁড়ের মত শক্তিশালী।


তার প্রথমজাত ষাঁড়ের শোভাযুক্ত, তার শিংগুলো বন্য ষাঁড়ের শিং; তা দ্বারা সে দুনিয়ার প্রান্ত পর্যন্ত সমস্ত জাতিকে গুঁতাবে; সেই শিংগুলো হল আফরাহীমের অযুত অযুত লোক, মানশার হাজার হাজার লোক।


কিন্তু তুমি আমার মাথা বন্য ষাঁড়ের শিংগুলোর মত উন্নত করেছ; আমি নব তেলে অভিষিক্ত হয়েছি।


গরু তার মালিককে জানে, গাধা তার মালিকের যাবপাত্র চেনে, কিন্তু ইসরাইল জানে না, আমার লোকেরা বিবেচনা করে না।


নিস্তার কর আমাকে সিংহের মুখ থেকে, আর বন্য ষাঁড়ের শিং থেকে— তুমি আমাকে উত্তর দিয়েছ।


পর্বতশ্রেণী তার চারণভূমি; সে যাবতীয় নবীন ঘাসের খোঁজ করে।


তুমি কি জমিতে বন্য ষাঁড়কে লাঙ্গলে বাঁধতে পার? সে কি তোমার পেছন পেছন ক্ষেতে মই দেবে?


তিনি গরুর বাছুরের মত তাদেরকে নাচাচ্ছেন, লেবানন ও শিবিয়োনকে বন্য ষাঁড়ের বাচ্চার মত নাচাচ্ছেন।


তাদের সঙ্গে বন্য ষাঁড় ও ষাঁড়ের সঙ্গে যুবা ষাঁড় নেমে আসবে এবং তাঁদের ভূমি রক্তে পরিতৃপ্ত ও ধূলা মেদে ভিজে যাবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন