ইয়োব 39:29 - কিতাবুল মোকাদ্দস29 সেখান থেকে সে শিকার অবলোকন করে, তার চোখ দূর থেকে তা নিরীক্ষণ করে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ29 সেখান থেকে সে খাবারের খোঁজ করে; তার চোখ বহুদূর থেকে তা খুঁজে নেয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 সেখান থেকেই সে শিকার খোঁজে, বহুদূর পর্যন্ত তার দৃষ্টি যায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 তথা হইতে সে শিকার অবলোকন করে, তাহার চক্ষু দূর হইতে তাহা নিরীক্ষণ করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 পাহাড়ের সেই উঁচু স্থান থেকে সে খাদ্যের সন্ধান করে। বহুদূর থেকে সে তার খাদ্য দেখতে পায়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী29 সেখান থেকে সে তার শিকার খোঁজে; তার চোখ অনেক দূর থেকে তাদের দেখতে পায়। অধ্যায় দেখুন |