Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 39:27 - কিতাবুল মোকাদ্দস

27 তোমারই হুকুমনামায় কি ঈগল উপরে উঠে, উঁচু স্থানে তার বাসা করে?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

27 তোমার আদেশানুসারেই কি ঈগল পাখি উঁচুতে ওড়ে ও উঁচুতে বাসা বাঁধে?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

27 তোমার নির্দেশেই কি ঈগলপাখি ঊর্ধ্বে উঠে উচ্চস্থানে বাসা বাঁধে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

27 তোমারই আজ্ঞাতে কি ঈগল ঊর্দ্ধে উঠে, উচ্চ স্থানে আপনার বাসা করে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

27 তুমি কি সেই জন যে ঈগলপাখীকে উঁচু আকাশে উড়তে বলেছো? তুমিই কি ঈগলপাখীকে উঁচু পাহাড়ে বাসা বাঁধতে বলেছো?

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

27 তোমার আদেশেই কি ঈগল উপরে ওঠে এবং উঁচু জায়গায় তার বাসা বানায়?

অধ্যায় দেখুন কপি




ইয়োব 39:27
11 ক্রস রেফারেন্স  

তুমি যদিও ঈগল পাখির মত উচ্চে আরোহণ কর, যদিও তারাগুলোর মধ্যে তোমার বাসা স্থাপিত হয়, তবুও আমি তোমাকে সেখান থেকে নামাব, মাবুদ এই কথা বলেন।


হে শৈল-ফাটলের বাসিন্দা, পর্বতের চূড়ার অধিকারী, তোমার ভয়ঙ্করতার বিষয়ে তোমার অন্তঃকরণের অহঙ্কার তোমাকে বঞ্চনা করেছে; তুমি যদিও ঈগল পাখির মত উঁচু স্থানে বাসা কর, তবুও আমি তোমাকে সেখান থেকে নামাব, মাবুদ এই কথা বলেন।


আমি মিসরীয়দের প্রতি যা করেছি এবং যেমন ঈগল পাখি পাখা দ্বারা করে, তেমনি তোমাদেরকে বয়ে আমার কাছে এনেছি, তা তোমরা দেখেছো।


তুমি তোমার মুখে তূরী স্থাপন কর। সে মাবুদের গৃহের উপরে ঈগল পাখির মত আসছে, কেননা লোকেরা আমার নিয়ম লঙ্ঘন করেছে ও আমার বিরুদ্ধে অধর্ম করেছে।


কিন্তু যারা মাবুদের অপেক্ষা করে, তারা উত্তরোত্তর নতুন শক্তি পাবে; তারা ঈগল পাখির মত ডানা মেলে উঁচুতে উঠবে; তারা দৌড়ালে শ্রান্ত হবে না; তারা হাঁটলেও ক্লান্ত হবে না।


তুমি যখন ধনের দিকে চাইছো, দেখ, তা আর নেই; কারণ ঈগল যেমন আসমানে উড়ে যায়, ধন তেমনি নিজের জন্য নিশ্চয়ই পাখা প্রস্তুত করে।


তিনি উত্তম দ্রব্যে তোমার মুখ তৃপ্ত করেন, ঈগল পাখির মত তোমার নতুন যৌবন হয়।


আর পাখিদের মধ্যে এসব তোমাদের পক্ষে ঘৃণার বস্তু হবে; এসব অখাদ্য, এসব ঘৃণার বস্তু;


তোমারই বুদ্ধিতে কি বাজপাখি ওড়ে, দক্ষিণ দিকে তাঁর পাখা মেলে দেয়?


সে শৈলে বসতি করে, সেখানে তার বাসা, সে শৈলাগ্রে ও দুর্গম স্থানে থাকে।


ঈগল পাখির পথ আসমানে, সাপের পথ শৈলের উপরে, জাহাজের পথ সমুদ্রের মধ্যস্থলে, পুরুষের পথ যুবতীতে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন