Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 39:24 - কিতাবুল মোকাদ্দস

24 সে উগ্রতায় ও ক্রোধে ভূমি খেয়ে ফেলে, তূরীবাদ্য শুনলে দাঁড়িয়ে থাকে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

24 প্রমত্ত উত্তেজনায় সে মাটি খেয়ে ফেলে; যখন শিঙা বাজে তখন সে আর স্থির থাকতে পারে না।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

24 প্রচণ্ড তেজে ও উন্মাদনায় সে ছুটে চলে তূরীধ্বনি শুনে সে স্থির থাকতে পারে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

24 সে উগ্রতায় ও রাগে ভূমি খাইয়া ফেলে, তূরীবাদ্য শুনিলে দাঁড়াইয়া থাকে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

24 ঘোড়া খুব উত্তেজিত হয় এবং সে অত্যন্ত দ্রুত ছোটে। ঘোড়া যখন শিঙার বাজনা শোনে তখন সে আর স্থির হয়ে দাঁড়াতে পারে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

24 সে উগ্রতায় এবং রাগে ভূমি খেয়ে ফেলে; শিঙ্গার আওয়াজ শুনলে, সে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 39:24
10 ক্রস রেফারেন্স  

তখনও তাঁরা এত আনন্দিত হয়েছিলেন যে, বিশ্বাস করতে পারছিলেন না এবং তখনও আশ্চর্য জ্ঞান করছিলেন, তাই তিনি তাঁদেরকে বললেন, তোমাদের কাছে এখানে কি কোন খাবার আছে?


নগরের মধ্যে তূরী বাজলে লোকেরা কি কাঁপে না? মাবুদ না ঘটালে নগরের মধ্যে কি অমঙ্গল ঘটে?


‘হায় আমার যাতনা! হায় আমার যাতনা! আমি অন্তরে ব্যথিত; আমার অন্তর কাঁপছে; আমি নীরব থাকতে পারি না; কেননা হে আমার প্রাণ, তুমি তূরীর আওয়াজ ও যুদ্ধের সিংহনাদ শুনেছ।


তাঁকে কি বলা যাবে যে, আমি কথা বলবো? কেউ কি পরাভূত হতে ইচ্ছা করবে?


আমি তাদের প্রতি হাসলে তারা বিশ্বাস করতো না, তারা আমার মুখের আলো ম্লান করতো না।


আমি ডাকলে যদিও তিনি উত্তর দেন, তবুও তিনি যে আমার ডাকে কান দেন, আমার এমন বিশ্বাস জন্মাবে না।


তূণ তাঁর বিরুদ্ধে আওয়াজ করে, শাণিত বর্শা ও শূল আওয়াজ করে।


তূরী ধ্বনির সঙ্গে সে হ্রেষা আওয়াজ করে, দূর থেকে যুদ্ধের গন্ধ পায়, সেনাপতিদের হুঙ্কার ও সিংহনাদ শোনে।


আমি মনযোগ দিয়ে শুনলাম, কিন্তু তারা সঠিক কথা বললো না; কেউ তার নাফরমানীর জন্য তওবা করে বলে না, ‘হায়, আমি কি করলাম!’ ঘোড়া যেমন ঊর্ধ্বশ্বাসে যুদ্ধে দৌড়ে যায়, তেমনি প্রত্যেকে নিজ নিজ ধাবন পথে ফিরে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন