Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 39:22 - কিতাবুল মোকাদ্দস

22 সে আশঙ্কাকে পরিহাস করে, উদ্বিগ্ন হয় না, তলোয়ারের সম্মুখ থেকে ফেরে না,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

22 সে ভয়কে উপহাস করে, কিছুতেই ভয় পায় না; সে তরোয়ালের সামনে থেকে পালিয়ে যায় না।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

22 ভয় কাকে বলে সে জানে না, তার নেই কোন উদ্বেগ, তরবারির সম্মুখ থেকে সে পালায় না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 সে আশঙ্কাকে পরিহাস করে, উদ্বিগ্ন হয় না, খড়্‌গের সম্মুখ হইতে ফিরে না,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 ঘোড়া ভয়কে উপহাস করে; সে ভীত হতে জানে না! সে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 সে ভয়কে উপহাস করে এবং সে আতঙ্কিত হয় না; সে খড়গ থেকে মুখ ফেরায় না।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 39:22
6 ক্রস রেফারেন্স  

দুনিয়াতে তার মত কিছুই নেই; তাকে নির্ভীক করে নির্মাণ করা হয়েছে।


সে যখন পাখা তুলে গমন করে, তখন ঘোড়া ও তার সওয়ারকে পরিহাস করে।


সে তাঁর বাচ্চাগুলোর প্রতি নির্দয় ব্যবহার করে, প্রসব-বেদনা বিফল হলেও নিশ্চিন্ত থাকে;


সে উপত্যকায় খুর ঘসে, নিজের বিক্রমে উল্লাস করে, অস্ত্রশস্ত্রের সঙ্গে সাক্ষাৎ করতে যায়।


তূণ তাঁর বিরুদ্ধে আওয়াজ করে, শাণিত বর্শা ও শূল আওয়াজ করে।


কশার আওয়াজ; ঘূর্ণায়মান চাকার আওয়াজ; ধাবমান ঘোড়া ও লম্ফমান রথ;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন