Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 39:18 - কিতাবুল মোকাদ্দস

18 সে যখন পাখা তুলে গমন করে, তখন ঘোড়া ও তার সওয়ারকে পরিহাস করে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

18 তাও সে যখন দৌড়ানোর জন্য পাখা মেলে দেয়, তখন ঘোড়া ও সওয়ারকেও উপহাস করে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

18 সে যখন ডানা মেলে দৌড়ায় তখন সে যে কোন অশ্ব বা অশ্বারোহীকে উপহাস করতে পারে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 সে যখন পক্ষ তুলিয়া গমন করে, তখন অশ্বকে ও তদারোহীকে পরিহাস করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 কিন্তু উটপাখী যখন দৌড়ানোর জন্য ওঠে তখন সে ঘোড়া ও সওয়ারীকেও লজ্জা দেয় কারণ যে কোন ঘোড়ার থেকে সে দ্রুত ছুটতে পারে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 যখন সে খুব দ্রুতগতিতে দৌড়ায়, সে ঘোড়া এবং তার চালকের প্রতি অবজ্ঞায় হাসে।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 39:18
7 ক্রস রেফারেন্স  

সে গদাকে এক টুকরা খড়ের মতই মনে করে, বর্শার শব্দে সে হাসে।


সে আশঙ্কাকে পরিহাস করে, উদ্বিগ্ন হয় না, তলোয়ারের সম্মুখ থেকে ফেরে না,


সে নগরের কলরবকে পরিহাস করে, চালকের আওয়াজ শোনে না।


বিনাশ ও দুর্ভিক্ষের সময় তুমি হাসবে, বন্যপশুদের থেকে তোমার শঙ্কা হবে না।


মাবুদ তার বিষয়ে যে কথা বলেছেন, তাহল— অনূঢ়া সিয়োন-কন্যা তোমাকে তুচ্ছ ও পরিহাস করছে; জেরুশালেম-কন্যা তোমার দিকে মাথা নাড়ছে।


যেহেতু আল্লাহ্‌ তাকে জ্ঞানহীন করেছেন, তাকে বুদ্ধি দেন নি।


তুমি কি ঘোড়াকে শক্তি দিয়েছ? তার ঘাড়ে কি সুন্দর কেশর দিয়েছ?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন