ইয়োব 39:18 - কিতাবুল মোকাদ্দস18 সে যখন পাখা তুলে গমন করে, তখন ঘোড়া ও তার সওয়ারকে পরিহাস করে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ18 তাও সে যখন দৌড়ানোর জন্য পাখা মেলে দেয়, তখন ঘোড়া ও সওয়ারকেও উপহাস করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 সে যখন ডানা মেলে দৌড়ায় তখন সে যে কোন অশ্ব বা অশ্বারোহীকে উপহাস করতে পারে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 সে যখন পক্ষ তুলিয়া গমন করে, তখন অশ্বকে ও তদারোহীকে পরিহাস করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 কিন্তু উটপাখী যখন দৌড়ানোর জন্য ওঠে তখন সে ঘোড়া ও সওয়ারীকেও লজ্জা দেয় কারণ যে কোন ঘোড়ার থেকে সে দ্রুত ছুটতে পারে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 যখন সে খুব দ্রুতগতিতে দৌড়ায়, সে ঘোড়া এবং তার চালকের প্রতি অবজ্ঞায় হাসে। অধ্যায় দেখুন |