Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 38:5 - কিতাবুল মোকাদ্দস

5 তুমি কি জান, কে দুনিয়ার পরিমাণ নির্ধারণ করলো? কে তার উপরে মানরজ্জু ধরলো?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

5 পৃথিবীর মাত্রা কে চিহ্নিত করল? তুমি নিশ্চয় তা জানো! তার উপরে কে সীমারেখা টানলো?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

5 পৃথিবীর আয়তন কত হবে তা কে স্থির করেছিল? কে তা পরিমাপ করেছিল তা নিশ্চয় তুমি জান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 তুমি কি জান, কে পৃথিবীর পরিমাণ নিরূপণ করিল? কে তাহার উপরে মানরজ্জু ধরিল?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 যদি তুমি এতই জ্ঞানী হও তো বল এই পৃথিবীটা কত বড় হবে তা কে স্থির করেছিল? পরিমাপক রেখা দিয়ে কে পৃথিবীটার পরিমাপ করেছে?

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 কে এর মাত্রা নির্ণয় করে? যদি তুমি জান, আমায় বল। কে এটার ওপর মানদন্ডের দাগ টানে?

অধ্যায় দেখুন কপি




ইয়োব 38:5
13 ক্রস রেফারেন্স  

কে তার হাতের তালুতে জলরাশি মেপেছে, বিঘত দিয়ে আসমান পরিমাণ করেছে, দুনিয়ার ধুলা ঝুড়িতে ভরেছে, দাঁড়িপাল্লায় পর্বতমালাকে ও নিক্তিতে উপপর্বতগুলোকে ওজন করেছে?


দুনিয়া থেকেও তার আয়তন দীর্ঘ, সমুদ্র থেকেও তার পরিসর অনেক বেশি।


তাতে তোমাদের পরবর্তী অঞ্চলেও ইঞ্জিল তবলিগ করতে পারব; পরের সীমার মধ্যে যা প্রস্তুত করা হয়েছে, সেই জন্য আমরা গর্ব করবো না।


তিনিই দুনিয়ার সীমাচক্রের উপরে উপবিষ্ট; সেখানকার বাসিন্দারা ফড়িংস্বরূপ; তিনি চন্দ্রাতপের মত আসমান বিছিয়ে দেন, আবাস তাঁবুর মত তা টাঙ্গিয়ে দেন।


কিন্তু পানিভেলা ও শজারু তা অধিকার করবে এবং মহাপেচক ও দাঁড়কাক তার মধ্যে বাস করবে; আর তার উপরে অবস্তুতারূপ মানরজ্জু ও শূন্যতারূপ ওলোনসূত্র ধরা যাবে।


যখন তিনি আসমান প্রস্তুত করেন, তখন আমি সেখানে ছিলাম; যখন তিনি জলধিপৃষ্ঠের চক্রাকার সীমা নির্ধারণ করলেন,


তিনি তাদের সম্মুখ থেকে জাতিদেরকে দূর করলেন, মানরজ্জু দিয়ে অধিকার ভাগ করে তাদের দিলেন, ইসরাইলের বংশদের ওদের তাঁবুতে বাস করালেন।


তাদের স্বর সারা দুনিয়াতে ব্যাপ্ত, তাদের কালাম দুনিয়ার সীমা পর্যন্ত ব্যাপ্ত; তাদের মধ্যে তিনি সূর্যের জন্য একটি তাঁবু স্থাপন করেছেন।


তিনি যখন বায়ুর গুরুত্ব নিরূপণ করলেন, যখন পরিমাণ দ্বারা পানি পরিমিত করলেন,


যখন তিনি সমুদ্রের সীমা স্থির করলেন, যেন পানি তাঁর হুকুম লঙ্ঘন না করে, যখন তিনি দুনিয়ার মূল নির্ধারণ করলেন;


দুনিয়ার কর্তৃত্বভার তাঁকে কে দিল? সমস্ত দুনিয়ার দেখাশুনার কাজে কে তাঁকে লাগাল?


তিনি ধূলি থেকে দীনহীনকে তোলেন, সারের ঢিবি থেকে দরিদ্রকে উঠান, কুলীনদের সঙ্গে বসিয়ে দেন, মহিমা-সিংহাসনের অধিকারী করেন। কেননা দুনিয়ার সমস্ত স্তম্ভ মাবুদের; তিনি সেই সবের উপরে দুনিয়া স্থাপন করেছেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন