Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 38:4 - কিতাবুল মোকাদ্দস

4 যখন আমি দুনিয়ার ভিত্তিমূল স্থাপন করি, তখন তুমি কোথায় ছিলে? যদি তোমার বুদ্ধি থাকে তবে বল,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

4 “আমি যখন পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করেছিলাম তুমি তখন কোথায় ছিলে? যদি বুঝেছো, তবে আমায় বলো।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

4 আমি যখন পৃথিবীর ভিত্তিস্থাপন করি, তখন কোথায় ছিলে তুমি? এতই যদি তোমার জ্ঞান, তবে উত্তর দাও!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 যখন আমি পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করি, তখন তুমি কোথায় ছিলে? যদি তোমার বুদ্ধি থাকে, তবে বল,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 “ইয়োব, আমি যখন পৃথিবী সৃষ্টি করেছিলাম তখন তুমি কোথায় ছিলে? যদি তুমি প্রকৃতই জ্ঞানী হও তাহলে আমাকে উত্তর দাও।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 যখন আমি পৃথিবীর ভিত স্থাপন করছিলাম তখন তুমি কোথায় ছিলে? যদি তোমার অনেক বুদ্ধি থাকে, তবে আমায় বল।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 38:4
18 ক্রস রেফারেন্স  

তিনি দুনিয়াকে তার ভিত্তিমূলের উপরে স্থাপন করেছেন; তা অনন্তকালেও বিচলিত হবে না।


আর, “হে প্রভু, তুমিই আদিতে দুনিয়ার ভিত্তিমূল স্থাপন করেছ, আসমানও তোমার হাতের রচনা।


কে বেহেশতে গিয়ে নেমে এসেছেন? কে তার মুষ্টিদ্বয়ে বায়ু গ্রহণ করেছেন? কে তার কাপড়ের মধ্যে জলরাশি বেঁধেছেন? কে দুনিয়ার সমস্ত প্রান্ত স্থাপন করেছেন? তাঁর নাম কি? তাঁর পুত্রের নাম কি? যদি জান, বল।


কিন্তু এই শেষ কালে তাঁর পুত্রের মাধ্যমে আমাদের কাছে কথা বলেছেন, যাঁকে তিনি সর্ব বিষয়ের উত্তরাধিকারী করে নিযুক্ত করেছেন এবং যাঁর দ্বারা এই বিশ্বভূমণ্ডল সৃষ্টিও করেছেন।


তুমি পুরাকালে দুনিয়ার মূল স্থাপন করেছ, আসমানও তোমার হাতের রচনা।


আদিতে আল্লাহ্‌ আসমান ও দুনিয়া সৃষ্টি করলেন।


মাবুদ নিজের পথের আরম্ভে আমাকে পেয়েছিলেন, তাঁর কাজগুলোর আগে, পূর্বাবধি।


সৃষ্টির সময়ে যেদিন মাবুদ আল্লাহ্‌ আসমান ও জমিন সৃষ্টি করলেন, তখনকার আসমান ও দুনিয়ার বিবরণ এই—


তিনি ধূলি থেকে দীনহীনকে তোলেন, সারের ঢিবি থেকে দরিদ্রকে উঠান, কুলীনদের সঙ্গে বসিয়ে দেন, মহিমা-সিংহাসনের অধিকারী করেন। কেননা দুনিয়ার সমস্ত স্তম্ভ মাবুদের; তিনি সেই সবের উপরে দুনিয়া স্থাপন করেছেন।


মানুষের মধ্যে তুমি কি প্রথমজাত? পর্বতমালার আগে কি তোমার জন্ম হয়েছিল?


দুনিয়ার কর্তৃত্বভার তাঁকে কে দিল? সমস্ত দুনিয়ার দেখাশুনার কাজে কে তাঁকে লাগাল?


তিনি কার কাছে মন্ত্রণা গ্রহণ করেছেন? কে তাঁকে বুদ্ধি দিয়েছে ও বিচারপথ দেখিয়েছে, তাঁকে জ্ঞান শিক্ষা দিয়েছে ও বিবেচনার পথ জানিয়েছে?


তিনি নিজের শক্তিতে দুনিয়া গঠন করেছেন, নিজের জ্ঞানে দুনিয়া স্থাপন করেছেন, নিজের বুদ্ধিতে আসমান বিস্তার করেছেন।


কেননা দেখ, তিনি পর্বতমালার নির্মাতা ও বায়ুর সৃষ্টিকর্তা; তিনি মানুষের কাছে তাঁর চিন্তা প্রকাশ করেন; তিনি আলোকে অন্ধকার করেন ও দুনিয়ার উচ্চস্থলীগুলোর উপর দিয়ে চলাচল করেন; বাহিনীগণের আল্লাহ্‌ মাবুদ, এই তাঁর নাম।


তিনি যখন বায়ুর গুরুত্ব নিরূপণ করলেন, যখন পরিমাণ দ্বারা পানি পরিমিত করলেন,


সেগুলো বিনষ্ট হবে, কিন্তু তুমি স্থির থাকবে; সে সমস্ত কাপড়ের মত নষ্ট হয়ে যাবে, তুমি পরিচ্ছদের মতোই তাদের খুলে ফেলবে, ও তাদের পরিবর্তন হবে।


মাবুদ প্রজ্ঞা দ্বারা দুনিয়ার মূল স্থাপন করেছেন, বুদ্ধি দ্বারা আসমান অটল করেছেন;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন