Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 38:27 - কিতাবুল মোকাদ্দস

27 যেন মরুভূমি ও শুকনো স্থান তৃপ্ত হয়, এবং কোমল ঘাস উৎপন্ন হয়?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

27 যেন ঊষর পতিত জমি তৃপ্ত হয় ও সেখানে কচি ঘাস অঙ্কুরিত হয়?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

27 শুষ্ক পতিত ভূমিতে জলসিঞ্চন করে কে সেখানে তৃণ উৎপাদন করে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

27 যেন মরুভূমি ও শুষ্ক স্থান তৃপ্ত হয়, এবং কোমল তৃণ উৎপন্ন হয়?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

27 সেই বৃষ্টি, শূন্য ভূমিতে প্রচুর জল দেয় এবং ঘাস গজিয়ে ওঠে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

27 মরুভূমি এবং নির্জন এলাকার প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে এবং নরম ঘাস অংকুরিত হওয়ার জন্য?

অধ্যায় দেখুন কপি




ইয়োব 38:27
6 ক্রস রেফারেন্স  

তিনি মরুভূমিকে জলাশয়ে, মরুভূমিকে পানির ফোয়ারাগুলোতে পরিণত করেন;


তিনি পশু পালের জন্য ঘাস অঙ্কুরিত করেন; মানুষের সেবার জন্য ওষধি অঙ্কুরিত করেন; এভাবে ভূমি থেকে খাদ্য উৎপন্ন করেন,


তিনি কখনও শাস্তির জন্য, কখনও নিজের দেশের জন্য, কখনও বা দয়ার জন্য এসব ঘটান।


তা মরুভূমিস্থ চরাণি-স্থান সকলেতে উপচে পড়ে; এবং উপপর্বতগুলো হর্ষরূপ পরিচ্ছদ পায়।


তিনি উপরের কক্ষ থেকে পর্বতে পানি সেচন করেন; তোমার কাজের ফলে দুনিয়া পরিতৃপ্ত হয়।


তিনি মেঘমালায় আসমান আচ্ছন্ন করেন, তিনি দুনিয়ার জন্য বৃষ্টি প্রস্তত করেন, তিনি পর্বতমালার উপরে ঘাস জন্মাতে দেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন