ইয়োব 38:14 - কিতাবুল মোকাদ্দস14 দুনিয়া সীলমোহরকৃত মাটির মত আকার পায়, সকলই কাপড়ের মত প্রকাশ পায়; অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ14 পৃথিবী সিলমোহরের তলায় লেগে থাকা মাটির মতো আকার নেয়; তার বৈশিষ্ট্য এক পোশাকের মতো ফুটে ওঠে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 মুদ্রাঙ্কিত মৃত্তিকার প্রতিটি রেখার মত, পাটভাঙ্গা বস্ত্রের প্রতিটি ভাঁজের মত, ভূমণ্ডলের সব কিছুই স্পষ্ট হয়ে ওঠে দিব্যলোকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 ভূমণ্ডল মুদ্রাচিহ্নিত মৃত্তিকাবৎ আকারান্তর প্রাপ্ত হয়, সকলই বস্ত্রের ন্যায় প্রকাশ পায়; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 প্রভাতের আলো, পাহাড় এবং উপত্যকা সহজেই দেখতে সহায়তা করে। যখন দিনের আলো পৃথিবীতে এসে পড়ে, তখন জামার ভাঁজের মত সেই স্থানের রূপ সহজেই বোঝা যায়। সেই স্থান, শীলমোহর দিয়ে ছাপ মারা নরম কাদার মতই (সমতল) আকৃতি ধারণ করে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 কাদামাটি যেমন সিলমোহরের দ্বারা পরিবর্তিত হয় তেমন পৃথিবীর আকার পরিবর্তিত হয়েছে; ভাঁজ করা কাপড়ের মত এটার ওপর সমস্ত জিনিস পরিষ্কার ভাবে প্রকাশ পায়। অধ্যায় দেখুন |