Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 37:6 - কিতাবুল মোকাদ্দস

6 ফলে তিনি তুষারকে বলেন, দুনিয়াতে পড়, সামান্য বৃষ্টিকেও তা বলেন, তাঁর মূষলধারার বৃষ্টিকেও বলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

6 তিনি তুষারকে বলেন, ‘পৃথিবীতে পতিত হও,’ ও বৃষ্টিধারাকে বলেন, ‘প্রবল বর্ষণে পরিণত হও।’

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

6 তিনি তুষার পুঞ্জকে নির্দেশ দেন, ‘পৃথিবীতে পতিত হও’, তিনিই প্রেরণ করেন প্রবল বর্ষাধারা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 ফলে তিনি হিমানীকে বলেন, পৃথিবীতে পড়, সামান্য বৃষ্টিকেও তাহা বলেন, তাঁহার পরাক্রমের বৃষ্টিকেও বলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 ঈশ্বর তুষারকে বলেন, ‘পৃথিবীতে পতিত হও।’ ঈশ্বর বৃষ্টিকে বলেন, ‘পৃথিবীতে ঝরে পড়।’

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 কারণ তিনি তুষারকে বলেন, পৃথিবীতে পড়, একইভাবে বৃষ্টিকেও বলেন, এক মহা বৃষ্টির ধারা হয়ে পড়তে।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 37:6
14 ক্রস রেফারেন্স  

তুমি কি তুষারের ভাণ্ডারে প্রবেশ করেছ, সেই শিলাবৃষ্টির ভাণ্ডার কি তুমি দেখেছ,


তিনি পানির সমস্ত বিন্দু আকর্ষণ করেন, সেগুলো তার বাষ্প থেকে বৃষ্টিরূপে পড়ে;


এজন্য সার্বভৌম মাবুদ এই কথা বলেন, আমিই আমার ক্রোধে প্রচণ্ড ঝড় দ্বারা তা বিদীর্ণ করবো, আমার কোপে প্লাবনকারী বৃষ্টি আসবে ও আমার ক্রোধে বড় শিলাবৃষ্টি তা বিনাশ করবে।


তিনি আসমানে তাঁর উঁচু কক্ষগুলো নির্মাণ করেছেন, দুনিয়ার উপরে তাঁর চন্দ্রাতপ স্থাপন করেছেন; তিনি সমুদ্রের জলরাশিকে ডেকে স্থলের উপরে ঢেলে দেন; মাবুদ তাঁর নাম।


এজন্য যারা চুন দিয়ে তা লেপন করে, তাদেরকে বল, তা পড়ে যাবে, প্লাবনকারী বৃষ্টি আসবে; হে বড় বড় শিলাবৃষ্টি, তোমরা পড়বে এবং প্রচণ্ড ঝোড়ো বাতাস সজোরে বইবে।


যে দরিদ্র লোক দীনহীনদের প্রতি জুলুম করে, সে এমন প্লাবনের বৃষ্টির মত, যার পরে খাদ্য থাকে না।


আগুন ও শিলা, তুষার ও বাষ্প, তাঁর হুকুম পালন-করা প্রচণ্ড বায়ু;


কিন্তু লোক অনেক এবং ভারী বর্ষার সময়, বাইরে দাঁড়িয়ে থাকতে আমাদের শক্তি নেই; এবং এই এক দিনের কিংবা দুই দিনের কাজ নয়, যেহেতু আমরা এই বিষয়ে মহা অপরাধ করেছি।


পরে এহুদা ও বিন্‌ইয়ামীনের সমস্ত পুরুষ তিন দিনের মধ্যে জেরুশালেমে একত্র হল; সেদিন নবম মাসের বিশতম দিন।


তিনি ভূতলে বৃষ্টি প্রদান করেন, তিনি জনপদের উপরে পানি বহান।


যখন তিনি বৃষ্টির নিয়ম স্থাপন করলেন, বিদ্যুৎ ও মেঘ-গর্জনের পথ স্থির করলেন,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন