Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 37:19 - কিতাবুল মোকাদ্দস

19 আমাদেরকে জানান, তাঁকে কি বলবো? আমরা অন্ধকারে আছি বলে আমাদের মামলা তাঁর কাছে নিতে পারি না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

19 “আমাদের বলে দিন আমরা তাঁকে কী বলব; আমাদের অজ্ঞতার কারণে আমরা আমাদের মামলাটি সাজাতে পারছি না।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

19 আমাদের জানিয়ে দিন, তাঁকে আমরা কি বলব? আমাদের মন অন্ধকারে আচ্ছন্ন, তাই আমরা আমাদের বক্তব্য পেশ করতে পারছি না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 আমাদিগকে জানান, তাঁহাকে কি বলিব? কেননা আমরা অন্ধকার হেতু বাক্য বিন্যাস করিতে পারি না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 “ইয়োব, বলুন আমরা ঈশ্বরকে কি বলবো? আমাদের অজ্ঞতাবশতঃ সেটা চিন্তা করতে পারি না, কি বলতে হবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

19 আমাদের শেখান তাঁকে আমরা কি বলব, কারণ আমাদের মনের অন্ধকারের জন্য আমরা আমাদের অভিযোগ রাখতে পারি না।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 37:19
17 ক্রস রেফারেন্স  

প্রিয়তমেরা, এখন আমরা আল্লাহ্‌র সন্তান এবং পরে কি হব তা এই পর্যন্ত প্রকাশিত হয় নি। আমরা জানি, তিনি যখন প্রকাশিত হবেন তখন আমরা তাঁর সমরূপ হব; কারণ তিনি যেমন আছেন তাঁকে তেমনি দেখতে পাব।


কারণ এখন আমরা আয়নায় যেন অস্পষ্ট দেখছি, কিন্তু তখন সম্মুখাসম্মুখি হয়ে দেখব; এখন আমি মাত্র কতগুলো অংশ জানতে পাই, কিন্তু সেসময় আমি সম্পূর্ণ জানতে পারব, যেমন আল্লাহ্‌ আমাকে সম্পূর্ণভাবে জানেন।


এই জ্ঞান আমার কাছে অতি আশ্চর্য, তা উঁচু, আমার বোধের অগম্য।


আমি মূর্খ ও অজ্ঞান, তোমার কাছে পশুর মত ছিলাম।


এ কে যে জ্ঞান বিনা মন্ত্রণাকে গুপ্ত রাখে? সত্যি আমি তা-ই বলেছি, যা বুঝি নি, যা আমার পক্ষে অদ্ভুত, আমার অজ্ঞাত।


এ কে, যে জ্ঞানহীন কথা দ্বারা মন্ত্রণাকে অন্ধকারে ঢেকে রাখে?


দেখ, এসব তাঁর পথের প্রান্ত; তাঁর বিষয়ে ক্ষীণ আওয়াজ শোনা যায়; কিন্তু তাঁর পরাক্রমের গর্জন কে বুঝতে পারে?


আরজ করি, আমার যুক্তি শোন, আমার মুখনিঃসৃত তর্কে মন দাও।


কিন্তু আমি সর্বশক্তিমানের সঙ্গে কথা বলতে চাই, আল্লাহ্‌র সঙ্গে আমার মামলা নিয়ে তর্ক করতে চাই।


কিন্তু তোমাদের মত আমারও বুদ্ধি আছে; তোমাদের থেকে আমি নিকৃষ্ট নই; বাস্তবিক, এরকম কথা কে না জানে?


আর সেভাবে পাক-রূহ্‌ও আমাদের দুর্বলতায় সাহায্য করেন; কেননা যেভাবে মুনাজাত করা উচিত সেভাবে মুনাজাত করতে জানি না, কিন্তু পাক-রূহ্‌ নিজে অব্যক্ত আর্তনাদ দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন।


তবে আমি কিভাবে তাঁকে উত্তর দেব? কেমন করে কথা বেছে তাঁকে বলবো?


তাঁকে কি বলা যাবে যে, আমি কথা বলবো? কেউ কি পরাভূত হতে ইচ্ছা করবে?


দেখ, আমি অযোগ্য; তোমাকে কি জবাব দেব? আমি নিজের মুখে হাত দিই।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন