Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 37:16 - কিতাবুল মোকাদ্দস

16 আপনি কি মেঘমালার দোলন জানেন? পরম জ্ঞানীর আশ্চর্য কর্মগুলো জানেন?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

16 আপনি কি জানেন কীভাবে মেঘরাশি শূন্যে ঝুলে থাকে, যিনি নিখুঁত জ্ঞানবিশিষ্ট, তাঁর আশ্চর্য কাজগুলি জানেন কি?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

16 আপনি কি জানেন কি ভাবে মেঘপুঞ্জ আকাশে ভেসে থাকে? পরমজ্ঞানী ঈশ্বরের অত্যাশ্চর্য কার্যকলাপ আপনি কি অবগত?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 আপনি কি মেঘমালার দোলন জানেন? পরম জ্ঞানীর আশ্চর্য্য ক্রিয়া সকল জানেন?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 আপনি কি জানেন কেমন করে মেঘ আকাশে ভেসে থাকে? আপনি কি সেই “একজনের” বিস্ময়কর কাজগুলো জানেন যাঁর জ্ঞান নিখুঁত?

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 আপনি কি মেঘেদের দোলন বোঝেন, ঈশ্বরের আশ্চর্য্য কাজ বোঝেন, কে জ্ঞানে সিদ্ধ?

অধ্যায় দেখুন কপি




ইয়োব 37:16
15 ক্রস রেফারেন্স  

সত্যিই আমার কথা মিথ্যা নয়, জ্ঞানে সিদ্ধ এক জন ব্যক্তি আপনার সহবর্তী।


তিনিই দুনিয়ার সীমাচক্রের উপরে উপবিষ্ট; সেখানকার বাসিন্দারা ফড়িংস্বরূপ; তিনি চন্দ্রাতপের মত আসমান বিছিয়ে দেন, আবাস তাঁবুর মত তা টাঙ্গিয়ে দেন।


আমাদের প্রভু মহান ও অতিশয় শক্তিমান; তাঁর বুদ্ধির সীমা নেই।


হে মাবুদ, তোমার নির্মিত বস্তু কেমন বহুবিধ! তুমি প্রজ্ঞা দ্বারা সেই সমস্ত নির্মাণ করেছ; দুনিয়া তোমার সম্পত্তিতে পরিপূর্ণ।


মেঘমালার বিস্তারণ কেউ কি বুঝতে পারে? তাঁর বজ্রের গর্জন কে বোঝে?


তিনি স্বীয় নিবিড় মেঘে পানি আট্‌কে রাখেন, তবুও জলধর তার ভারে বিদীর্ণ হয় না।


তিনি মহৎ মহৎ কাজ করেন, যার সন্ধান করা যায় না, অলৌকিক কাজ করেন, যার সংখ্যা গণনা করে শেষ করা যায় না।


আল্লাহ্‌ স্বীয় ধ্বনিতে আশ্চর্যরূপ গর্জন করেন, আমাদের বোধের অগম্য মহৎ মহৎ কাজ করেন।


হে আইউব, আপনি এতে কান দিন, স্থির থাকুন, আল্লাহ্‌র অলৌকিক সমস্ত কাজ বিবেচনা করুন।


আপনি কি জানেন, আল্লাহ্‌ কিভাবে সকল কিছুর উপরে ভার রাখেন, আর তাঁর মেঘের বিজলি চমকান?


যখন দখিনা বায়ুতে দুনিয়া স্তব্ধ হয়, তখন আপনার কাপড়-চোপড় কেমন উষ্ণ হয়?


আমরা সেগুলো তাদের সন্তানদের কাছে গুপ্ত রাখবো না, পরবর্তী বংশের কাছে মাবুদের প্রশংসা বর্ণনা করবো, তাঁর পরাক্রম ও তাঁর কৃত অলৌকিক সমস্ত কাজ বর্ণনা করবো।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন