Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 37:14 - কিতাবুল মোকাদ্দস

14 হে আইউব, আপনি এতে কান দিন, স্থির থাকুন, আল্লাহ্‌র অলৌকিক সমস্ত কাজ বিবেচনা করুন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

14 “হে ইয়োব, আপনি একথা শুনুন; একটু থেমে ঈশ্বরের আশ্চর্য কাজকর্ম বিবেচনা করুন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

14 ইয়োব, আপনি এসব কথা শুনুন, ধৈর্য ধরে ঈশ্বরের পরমাশ্চর্য কার্যকলাপ বিবেচনা করুন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 হে ইয়োব, আপনি ইহাতে কর্ণপাত করুন, স্থির থাকুন, ঈশ্বরের আশ্চর্য্য কার্য্য সকল বিবেচনা করুন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 “ইয়োব, এটা শুনুন। ঈশ্বর যে সব বিস্ময়কর কাজ করেন সে বিষয়ে চিন্তা করুন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 হে ইয়োব, এটা শুনুন, স্থির হন এবং ঈশ্বরের আশ্চর্য্য কাজের বিষয়ে চিন্তা করুন।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 37:14
14 ক্রস রেফারেন্স  

মাবুদের সমস্ত কাজ মহৎ, তাতে যারা আনন্দিত হয় তারা সকলে তা অধ্যয়ন করে।


তখন মূসা লোকদেরকে বললেন, ভয় করো না, সকলে স্থির হয়ে দাঁড়াও। মাবুদ আজ তোমাদের কিভাবে নিস্তার করেন, তা দেখ; কেননা আজ যে মিসরীয়দেরকে তোমরা দেখতে পাচ্ছো, এদেরকে আর কখনই দেখবে না।


কিন্তু মাবুদ তাঁর পবিত্র এবাদতখানায় আছেন; সমস্ত দুনিয়া তাঁর সম্মুখে নীরব থাক।


মনে রাখবেন, তাঁর কাজের মহিমা স্বীকার করা চাই, মানুষ কাওয়ালীর দ্বারা তার কীর্তন করেছে।


তোমরা ক্ষান্ত হও; জেনো, আমিই আল্লাহ্‌; আমি জাতিদের মধ্যে উন্নত হব, আমি দুনিয়াতে উন্নত হব।


তিনি মহৎ মহৎ কাজ করেন, যার সন্ধান করা যায় না, অলৌকিক কাজ করেন, যার সংখ্যা গণনা করে শেষ করা যায় না।


আল্লাহ্‌ স্বীয় ধ্বনিতে আশ্চর্যরূপ গর্জন করেন, আমাদের বোধের অগম্য মহৎ মহৎ কাজ করেন।


তিনি কখনও শাস্তির জন্য, কখনও নিজের দেশের জন্য, কখনও বা দয়ার জন্য এসব ঘটান।


আপনি কি জানেন, আল্লাহ্‌ কিভাবে সকল কিছুর উপরে ভার রাখেন, আর তাঁর মেঘের বিজলি চমকান?


আপনি কি মেঘমালার দোলন জানেন? পরম জ্ঞানীর আশ্চর্য কর্মগুলো জানেন?


আল্লাহ্‌র কাজ নিরীক্ষণ কর, কারণ তিনি যা বাঁকা করেছেন, তা সরল করা কার সাধ্য?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন