ইয়োব 36:14 - কিতাবুল মোকাদ্দস14 তারা যৌবনকালে প্রাণত্যাগ করে, লজ্জায় তাদেরও জীবনের অবসান ঘটে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ14 যৌবনকালেই তারা মারা যায় মন্দিরের দেবদাসদের মধ্যেই তাদের মৃত্যু হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 অল্প বয়সেই তাদের মৃত্যু হয় লজ্জায় ও কলঙ্কে তাদের জীবানান্ত হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 তাহারা যৌবনকালে প্রাণত্যাগ করে, পুংগামীদের মধ্যে তাহাদেরও প্রাণ যায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 ঐ লোকগুলো পুরুষ দেহ-জীবীর মত অল্প বয়সেই মারা যাবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 তারা যুবক অবস্থায় মারা যায়; তাদের জীবন অপমানে শেষ হয়। অধ্যায় দেখুন |