Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 35:2 - কিতাবুল মোকাদ্দস

2 আপনিই বলেন এই কথা কি ঠিক হতে পারে? আপনি কি বলছেন, আল্লাহ্‌র দৃষ্টিতে আপনি ধার্মিক?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

2 “আপনার কি মনে হয় এটি যথাযথ? আপনি বলছেন, ‘ঈশ্বর নন, আমিই ঠিক।’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 আপনি কি ইহা ন্যায্য জ্ঞান করিতেছেন? আপনি কি বলিতেছেন, ঈশ্বরের ধর্ম্ম হইতে আমার ধর্ম্ম অধিক?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 “ইয়োব, আপনার পক্ষে একথা বলা ঠিক নয় যে, ‘ঈশ্বর অপেক্ষা আমিই অধিকতর সঠিক।’

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 “আপনি কি মনে করেন আপনি নির্দোষ? অপনি কি মনে করেন, ‘আমি ঈশ্বরের থেকেও বেশি ধার্মিক?’

অধ্যায় দেখুন কপি




ইয়োব 35:2
11 ক্রস রেফারেন্স  

তিনি তাকে বললেন, দুষ্ট গোলাম, আমি তোমার নিজের মুখের কথা দিয়েই তোমার বিচার করবো। তুমি না জানতে যে, আমি কঠিন লোক, যা রাখি নি, তা-ই তুলে নেই এবং যা বুনি নি, তা-ই কাটি?


তুমি কি সত্যিই আমার বিচার অগ্রাহ্য করবে? নিজে ধার্মিক হবার জন্য আমাকে দোষী করবে?


দেখুন, আইউব বললেন, আমি ধার্মিক, কিন্তু আমার যা ন্যায্য, আল্লাহ্‌ তা হরণ করেছেন;


তবুও আমার হাতে জুলুমের দাগ নেই। আর আমার মুনাজাত বিশুদ্ধ।


তুমি তো জান, আমি দুষ্ট নই, এবং তোমার হাত থেকে উদ্ধারকারী কেউ নেই।


কেননা তিনি আমাকে ঝড়ে ভেঙে ফেলেন, অকারণে পুনঃ পুনঃ ক্ষতবিক্ষত করেন।


ইলীহূ আরও বলতে লাগলেন,


“আমি পাক-পবিত্র, আমার অধর্ম নেই; আমি নিষ্কলঙ্ক, আমাতে অপরাধ নেই;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন