Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 35:15 - কিতাবুল মোকাদ্দস

15 কিন্তু এখন তিনি নিজের কোপে শাসন করেন নি, দুষ্টতার প্রতি বিশেষ খেয়াল রাখেন নি,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

15 আর এছাড়াও, এই যে তাঁর ক্রোধ কখনও শাস্তি দেয় না ও তিনি আদৌ দুষ্টতার প্রতি মনোযোগ দেন না।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

15 এখন যেহেতু তিনি রোষভরে দণ্ড দিচ্ছেন না, যেহেতু তিনি অপরাধ উপেক্ষা করছেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 কিন্তু এখন তিনি নিজ কোপে শাসন করেন নাই, দর্পের প্রতি বিশেষ অবধান করেন নাই,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 “ইয়োব ভাবেন যে ঈশ্বর মন্দ লোকদের শাস্তি দেন না, তিনি মনে করেন ঈশ্বর পাপের দিকে কোন দৃষ্টি দেন না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

15 তিনি কখনও কাউকে রাগের বশে শাস্তি দেননি এবং তিনি লোকেদের গর্বের বিষয়ে খুব বেশি চিন্তিত নন।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 35:15
14 ক্রস রেফারেন্স  

তবে আমি অপরাধের জন্য দণ্ড দ্বারা তাদের শাস্তি দেব, অধর্মের জন্য নানা ভাবে আঘাত করবো;


আমি যত লোককে মহব্বত করি, সেই সকলকে অনুযোগ করি ও শাসন করি; অতএব উদ্যোগী হও ও মন ফিরাও।


আর দেখ, এসব যেদিন ঘটবে, সেদিন পর্যন্ত তুমি নীরব থাকবে, কথা বলতে পারবে না; যেহেতু আমার এই সকল বাক্য যা যথাসময়ে সফল হবে, তাতে তুমি বিশ্বাস করলে না।


যদি তিনি আমাকে বধও করেন, তবুও আমি তাঁর অপেক্ষা করবো, কিন্তু তাঁর সম্মুখে আমার পথের সমর্থন করবো।


তবে আমি কিভাবে তাঁকে উত্তর দেব? কেমন করে কথা বেছে তাঁকে বলবো?


তবু এখন দুঃখ তোমার কাছে আসলে তুমি কাতর হচ্ছো; তা তোমাকে স্পর্শ করলে তুমি হতাশ হচ্ছো।


পরে মাবুদ মূসা ও হারুনকে বললেন, তোমরা বনি-ইসরাইলদের সাক্ষাতে আমাকে পবিত্র বলে মান্য করলে না ও আমার কথায় বিশ্বাস করলে না, এজন্য আমি তাদেরকে যে দেশ দিয়েছি, সেই দেশে তোমরা এই লোকদেরকে প্রবেশ করাতে পারবে না।


আর আপনি বলছেন, আমি তাকে দেখতে পাই না; বিচার তাঁর সম্মুখে, তাঁর অপেক্ষা করুন।


তাই আইউব অসার কথায় মুখ খুলেছেন, তিনি না জেনেও অনেক কথা বলেন।


গুনাহ্‌গার যদিও শতবার দুষ্কর্ম করে দীর্ঘকাল থাকে, তবুও আমি নিশ্চয় জানি, আল্লাহ্‌-ভীত লোকদের, যারা আল্লাহ্‌র সাক্ষাতে ভয় পায়, তাদের মঙ্গল হবে;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন