Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 34:8 - কিতাবুল মোকাদ্দস

8 অধর্মচারীদের সঙ্গে চলেন, দুর্বৃত্তদের পথে গমন করেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

8 তিনি দুর্বৃত্তদের সঙ্গ দেন; তিনি দুর্জনদের সহযোগী হন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

8 তিনি অধর্মাচারীদের সঙ্গে মেলামেশা করেন, দুষ্ট লোকদের পথেই চলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 অধর্ম্মাচারীদের সঙ্গে চলেন, দুষ্ট লোকদের পথে গমন করেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 এমনকি শত্রুদের সঙ্গেও ইয়োব বন্ধুত্বপূর্ণ ব্যবহার করেন। ইয়োব মন্দ লোকদের সঙ্গে থাকতে ভালোবাসেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 তিনি মন্দ কাজকারীদের সঙ্গে থাকেন এবং তিনি পাপীদের সঙ্গে হাঁটেন?

অধ্যায় দেখুন কপি




ইয়োব 34:8
14 ক্রস রেফারেন্স  

সুখী সেই ব্যক্তি, যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, গুনাহ্‌গারদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সভায় বসে না।


ভ্রান্ত হয়ো না, কুসংসর্গ শিষ্টাচার নষ্ট করে।


জ্ঞানীদের সহচর হও, জ্ঞানী হবে; কিন্তু যে হীনবুদ্ধিদের বন্ধু, সে ভগ্ন হবে।


চোরকে দেখলে তুমি তার সঙ্গে বন্ধুত্ব করতে, তুমি ব্যভিচারীদের সহভাগী হতে।


আমি অসার লোকদের সঙ্গে বসি নি, আমি ছদ্মবেশীদের সঙ্গে চলবো না।


যেন তোমাকে উদ্ধার করে, দুষ্টের পথ থেকে, সেসব লোক থেকে, যারা কুটিল কথা বলে,


বৎস, তাদের সঙ্গে সেই পথে চলো না, তাদের পথ থেকে তোমার চরণ নিবৃত্ত কর;


দুর্জনদের পথে প্রবেশ করো না, দুর্বৃত্তদের পথে চলো না,


তুমি কি প্রাচীনকালের সেই পথ ধরবে, যার পথিকরা দুর্জন ছিল?


তোমারই মুখ তোমারই অপরাধ ব্যক্ত করে, তুমি ধূর্তভাবে কথা বলতে নিজেকে মনোনীত করছো।


তোমার দর্পে কি মানুষেরা নীরব থাকবে? তুমি বিদ্রূপ করলে কি কেউ তোমাকে লজ্জা দেবে না?


কিন্তু তিনি তাঁকে বললেন, তুমি একটা মূঢ়া স্ত্রীর মত কথা বলছো। বল কি? আমরা আল্লাহ্‌র কাছ থেকে কি মঙ্গলই গ্রহণ করবো, অমঙ্গল গ্রহণ করবো না? এই সমস্ত বিষয়ে আইউব নিজের ওষ্ঠাধরে গুনাহ্‌ করলেন না।


কেননা তিনি বলেছেন, মানুষের কোন লাভ নেই, যখন সে আল্লাহ্‌র সঙ্গে প্রণয় রাখে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন