Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 34:7 - কিতাবুল মোকাদ্দস

7 আইউবের মত কোন ব্যক্তি আছে? তিনি পানির মত উপহাস পান করেন,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

7 ইয়োবের মতো আর কেউ কি আছেন, যিনি জলের মতো অবজ্ঞা পান করেন?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

7 ইয়োবের মত কেউ আছে কি, যিনি সমালোচনা, বিদ্রূপ গ্রাহ্য করেন না?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 ইয়োবের সদৃশ কোন্‌ ব্যক্তি আছে? তিনি জলের ন্যায় উপহাস পান করেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 “ইয়োবের মত আর কোন লোক আছে কি? ঈশ্বরকে অভিযুক্ত করা তাঁর কাছে জলের মত সোজা।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 ইয়োবের মত লোক কে, কে জলের মত উপহাস পান করে,

অধ্যায় দেখুন কপি




ইয়োব 34:7
8 ক্রস রেফারেন্স  

তবে যে ঘৃণার্হ ও ভ্রষ্ট, যে জন পানির মত অধর্ম পান করে, সে কি!


‘অবোধেরা, কত দিন নির্বুদ্ধিতা ভালবাসবে? নিন্দুকেরা কত দিন নিন্দায় রত থাকবে? হীনবুদ্ধিরা, কত দিন জ্ঞানকে ঘৃণা করবে?


এবং এই বদদোয়ার কথা শুনবার সময় কেউ যেন মনে মনে নিজের ধন্যবাদ করে না বলে, আমার হৃদয়ের কঠিনতায় চললেও আমার শান্তি হবে, তবে সে সিক্ত ভূমির সঙ্গে শুকনো ভূমিকেও ধ্বংস করে ফেলবে।


কারণ তারা নাফরমানীর অন্ন ভোজন করে, তারা উপদ্রবের আঙ্গুর-রস পান করে।


আমি প্রতিবেশীর হাসির পাত্র হয়েছি; আল্লাহ্‌কে ডাকলে তিনি যাকে উত্তর দিতেন, সেই ধার্মিক সিদ্ধ ব্যক্তি হাসির পাত্র হয়েছে।


যে সাক্ষী পাষণ্ড, সে বিচারের নিন্দা করে, দুষ্টদের মুখ অধর্ম গ্রাস করে।


তোমার দর্পে কি মানুষেরা নীরব থাকবে? তুমি বিদ্রূপ করলে কি কেউ তোমাকে লজ্জা দেবে না?


কিন্তু আপনি দুর্জনের বিচারে পূর্ণ হয়েছেন; বিচার ও শাসন আপনাকে ধরেছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন