Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 34:34 - কিতাবুল মোকাদ্দস

34 বুদ্ধিমান লোকেরা আমাকে বলবেন, জ্ঞানবানেরা আমার কথা শুনে বলবেন,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

34 “বিচারবুদ্ধিসম্পন্ন মানুষেরা ঘোষণা করবেন, যারা আমার কথা শুনেছেন সেই জ্ঞানবানেরা আমায় বলবেন,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

34 যে কোন বিচক্ষণ ব্যক্তি এ কথা স্বীকার করবেন, যে কোন জ্ঞানী ব্যক্তি আমার কথা শুনে বলবেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

34 বুদ্ধিমান লোকেরা আমাকে বলিবেন, জ্ঞানবানেরা আমার কথা শুনিয়া বলিবেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

34 একজন জ্ঞানী লোক আমার কথা শুনবে। একজন জ্ঞানী লোক বলবে,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

34 বুদ্ধিমান লোকেরা আমায় বলবেন সত্যি, প্রত্যেক জ্ঞানী লোক যারা আমার কথা শুনবে তারা বলবে,

অধ্যায় দেখুন কপি




ইয়োব 34:34
7 ক্রস রেফারেন্স  

আমি তোমাদের বুদ্ধিমান জেনে বলছি; আমি যা বলি, তোমরা তা বিচার করে দেখ।


যদি আপনার বিবেচনা থাকে, তবে শুনুন, আমার কথায় কান দিন।


অতএব, হে বুদ্ধিমানেরা, আমার কথা শুনুন, এই কথা দূরে থাকুক যে, আল্লাহ্‌ দুষ্কর্ম করবেন, সর্বশক্তিমান অন্যায় করবেন।


আসুন, যা ন্যায্য তা-ই মনোনীত করি, কোন্‌টি ভাল, নিজেদের মধ্যে স্থির করি।


হে বিজ্ঞেরা, আমার কথা শুনুন; হে জ্ঞানবানেরা, আমার কথায় কান দিন।


তাঁর প্রতিদান কি আপনার ইচ্ছামত হবে যে, আপনি তা অগ্রাহ্য করলেন? মনোনীত করা আপনার কাজ, আমার নয়; অতএব আপনি যা জানেন, বলুন।


আইউব জ্ঞানশূন্য হয়ে কথা বলছেন, তার কথা বুদ্ধি বিবর্জিত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন