Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 34:10 - কিতাবুল মোকাদ্দস

10 অতএব, হে বুদ্ধিমানেরা, আমার কথা শুনুন, এই কথা দূরে থাকুক যে, আল্লাহ্‌ দুষ্কর্ম করবেন, সর্বশক্তিমান অন্যায় করবেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

10 “তাই হে বিচারবুদ্ধিসম্পন্ন মানুষেরা, আমার কথা শুনুন। এ হতেই পারে না যে ঈশ্বর অমঙ্গল করবেন, সর্বশক্তিমান অন্যায় করবেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

10 বিজ্ঞজনেরা, এবার আমার কথা শুনুন, ঈশ্বর যে দুষ্কর্ম করবেন, সর্বশক্তিমান যে অন্যায় করবেন, তা কোনমতেই সম্ভব নয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 অতএব, হে বুদ্ধিমানেরা, আমার কথা শুনুন, ইহা দূরে থাকুক যে, ঈশ্বর দুষ্কার্য্য করিবেন, সর্ব্বশক্তিমান্‌ অন্যায় করিবেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 “আপনারা বুঝতে পারেন; তাই আমার কথা শুনুন। ঈশ্বর কখনই মন্দ কাজ করবেন না। ঈশ্বর সর্বশক্তিমান কখনও ভুল করবেন না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 তাই আমার কথা শোন, তোমরা বুদ্ধিমান লোকেরা: এটা ঈশ্বরের দূরে থাক যে তিনি মন্দ কাজ করবেন; সর্বশক্তিমানের থেকে এটা দূরে থাক যে তিনি পাপ করবেন।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 34:10
19 ক্রস রেফারেন্স  

তবে আমরা কি বলবো? আল্লাহ্‌ কি অন্যায় করেছেন? তা নিশ্চয় না।


তিনি শৈল, তাঁর কাজ সিদ্ধ, কেননা তাঁর সমস্ত পথ ন্যায্য; তিনি বিশ্বাস্য আল্লাহ্‌, তাঁতে অন্যায় নেই; তিনিই ধর্মময় ও সরল।


আল্লাহ্‌ কি বিচারবিরুদ্ধ কাজ করেন? সর্বশক্তিমান কি ন্যায়বিচার বিকৃত করেন?


অতএব মাবুদের ভয় তোমাদের মধ্যে অধিষ্ঠিত হোক, তোমরা সাবধান হয়ে কাজ কর, কেননা অন্যায়, বা মুখাপেক্ষা, বা ঘুষ গ্রহণে আমাদের আল্লাহ্‌ মাবুদের সম্মতি নেই।


পরীক্ষার সময়ে কেউ না বলুক, আল্লাহ্‌ থেকে আমার পরীক্ষা হচ্ছে; কেননা মন্দ বিষয়ের দ্বারা আল্লাহ্‌র পরীক্ষা করা যায় না, আর তিনি কারো পরীক্ষা করেন না;


দুষ্টের সঙ্গে ধার্মিকের বিনাশ করা, এই রকম কাজ আপনার কাছ থেকে দূরে থাকুক; ধার্মিককে দুষ্টের সমান করা আপনার কাছ থেকে দূরে থাকুক। সমস্ত দুনিয়ার বিচারকর্তা কি ন্যায়বিচার করবেন না?


এর দ্বারা প্রচারিত হবে যে, মাবুদ সরল; তিনি আমার শৈল এবং তাঁতে কোন অন্যায় নেই।


কে তাঁর গন্তব্য নির্ধারণ করেছ? কে বলতে পারে, তুমি অন্যায় করেছ?


যে পুরুষ জেনা করে সে বুদ্ধিবিহীন, সে তা করে নিজের প্রাণ নিজে নষ্ট করে।


সর্বশক্তিমান! তিনি আমাদের বোধের অগম্য; তিনি পরাক্রমে মহান, তিনি ন্যায়বিচার ও ধার্মিকতার বিরুদ্ধাচরণ করেন না।


হে মাবুদ, আমি যখন তোমার সঙ্গে ঝগড়া করি, তখন তুমিই ধর্মময়; তবুও তোমার সঙ্গে বাদানুবাদ করবো। দুষ্ট লোকদের পথ কেন কুশলযুক্ত হয়? যারা অতিশয় বিশ্বাসঘাতক, তারা কেন শান্তিতে থাকে?


যে শাসন অমান্য করে, সে তার প্রাণকে তুচ্ছ করে; কিন্তু যে তিরস্কার শোনে, সে বুদ্ধি উপার্জন করে।


বুদ্ধিমান লোকেরা আমাকে বলবেন, জ্ঞানবানেরা আমার কথা শুনে বলবেন,


আল্লাহ্‌ তো কখনও দুষ্টাচরণ করেন না, সর্বশক্তিমান কখনও বিচার বিপরীত করেন না।


তিনিই আল্লাহ্‌, তাঁর পথ সিদ্ধ; মাবুদের কালাম পরীক্ষাসিদ্ধ, যারা তাঁর মধ্যে আশ্রয় নেয় তিনি তাদের ঢাল।


মাবুদ তাঁর সমস্ত পথে ধর্মশীল, নিজের সমস্ত কাজে দয়াবান।


তার মধ্যবর্তী মাবুদ ধর্মশীল; তিনি অন্যায় করেন না, প্রতি প্রভাতে ন্যায়বিচার স্থাপন করেন, প্রতি ভোরে তা করতে ত্রুটি করেন না; কিন্তু অন্যায়কারীররা লজ্জা পায় না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন