Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 32:20 - কিতাবুল মোকাদ্দস

20 আমি কথা বলবো, বললে উপশম পাব, আমি ওষ্ঠাধর খুলে জবাব দেব।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

20 আমাকে কথা বলতে ও উপশম পেতে হবে; ঠোঁট খুলে আমাকে উত্তর দিতে হবে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

20 আমাকে কথা বলতেই হবে নইলে স্বস্তি পাব না, আমি অবশ্যই এর উত্তর দেব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 আমি কথা কহিব, কহিলে উপশম পাইব, আমি ওষ্ঠাধর খুলিয়া উত্তর করিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 আমাকে কথা বলতেই হবে এবং আমার ভেতরের বাষ্প বার করে দিতে হবে। আমাকে অবশ্যই ইয়োবের যুক্তির উত্তর দিতে হবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 আমি কথা বলব যাতে আমি স্বস্তি পেতে পারি; আমি আমার মুখ খুলে উত্তর দেব।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 32:20
8 ক্রস রেফারেন্স  

আমার প্রতি সহিষ্ণু হও, আমিই কথা বলি; আমার কথনের পরে তুমি বিদ্রূপ করো।


আমার চিন্তা জবাব দিতে আমাকে উত্তেজিত করে, কারণ আমি অধৈর্য হলাম।


বিচারে কে আমার প্রতিবাদ করবে? করলে আমি নীরব হয়ে প্রাণত্যাগ করবো।


নীরব হও; আমাকে ছাড়, আমিই বলি, আমার যা হয় হোক।


দেখুন, আমার উদর বন্ধ করে রাখা আঙ্গুর-রসের মত, তা নতুন কূপার মত ফেটে যাবার মত হয়েছে।


আমি কোন লোকের মুখাপেক্ষাও করবো না, কোন মানুষের চাটুবাদ করবো না।


তোমার সঙ্গে কথা বলতে চেষ্টা করলে তুমি কি কাতর হবে? কিন্তু কে কথা না বলে চুপ করে থাকতে পারে?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন