Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 31:9 - কিতাবুল মোকাদ্দস

9 আমার হৃদয় যদি রমণীতে মুগ্ধ হয়ে থাকে, প্রতিবেশীর দরজার কাছে যদি আমি লুকিয়ে থাকি,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

9 “আমার অন্তর যদি রমণীতে আকৃষ্ট হয়, বা আমি যদি আমার প্রতিবেশীর দরজায় ওৎ পেতে থাকি,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

9 আমার মন যদি পরনারীতে আসক্ত হয়ে থাকে আমি যদি প্রতিবেশীর দরজায় ওৎ পেতে থাকি,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 আমার হৃদয় যদি রমণীতে মুগ্ধ হইয়া থাকে, প্রতিবাসীর দ্বারের নিকটে যদি আমি লুকাইয়া থাকি,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 “যদি আমি কখনো অন্য কোন নারীকে কামনা করে থাকি বা আমার প্রতিবেশীর দরজায় তার স্ত্রীর জন্য অপেক্ষা করে থাকি,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 যদি আমার মন অন্য মহিলার প্রতি আকৃষ্ট হয়ে থেকে, যদি আমি আমার প্রতিবেশীর দরজার কাছে তার স্ত্রীর জন্য লুকিয়ে থাকি,

অধ্যায় দেখুন কপি




ইয়োব 31:9
16 ক্রস রেফারেন্স  

তাতে মৃত্যুর চেয়েও তিক্ত পদার্থ পেলাম, অর্থাৎ সেই স্ত্রীলোক, যার অন্তঃকরণ ফাঁদ, জাল ও হাত শিকলস্বরূপ; যে ব্যক্তি আল্লাহ্‌র প্রীতিজনক, সে তা থেকে রক্ষা পাবে, কিন্তু গুনাহ্‌গার তার দ্বারা ধৃত হবে।


ফলে এরকম ঘটলো, সোলায়মানের বৃদ্ধ বয়সে তাঁর স্ত্রীরা তাঁর হৃদয়কে অন্য দেবতাদের পশ্চাতগামী করে বিপথগামী করলো; তাঁর পিতা দাউদের অন্তঃকরণ যেমন ছিল, তেমনি তাঁর আল্লাহ্‌ মাবুদের ভক্তিতে তাঁর অন্তঃকরণ একাগ্র ছিল না।


তাতে ফিলিস্তিনীদের ভূপালেরা সেই স্ত্রীর কাছে এসে তাকে বললেন, তুমি তার কাছ থেকে কৌশলে জেনে নাও, কিসে তার এমন মহাবল হয় ও কিসে আমরা তাকে জয় করে কষ্ট দবার জন্য রাখতে পারব; তাতে আমরা প্রত্যেকে তোমাকে এগার শত রূপা মুদ্রা দেব।


তারা সকলে পতিতাগামী, রুটি-ওয়ালার উত্তপ্ত তুন্দুর-স্বরূপ; ময়দা ছানলে পর খামি ফেঁপে না ওঠা পর্যন্ত রুটি-ওয়ালা আগুন উস্কায় না।


তারা খাদ্যপুষ্ট কামুক ঘোড়ার মত ঘুরে বেড়াল, প্রত্যেক জন পরস্ত্রীর প্রতি ইঙ্গিতপূর্ণ আওয়াজ করলো।


ব্যাভিচারী স্ত্রীদের মুখ গভীর খাত; যে লোক মাবুদের ক্রোধের পাত্র সে তার মধ্যে পড়বে।


তুমি অন্তরে ওর সৌন্দর্যে লুব্ধ হয়ো না, ওর চক্ষুর ভঙ্গিতে ধৃত হয়ো না।


ইসরাইলের বাদশাহ্‌ সোলায়মান এসব কাজ করে কি অপরাধী হন নি? কিন্তু অনেক জাতির মধ্যে তার মত কোন বাদশাহ্‌ ছিল না; আর তিনি তার আল্লাহ্‌র প্রিয় পাত্র ছিলেন এবং আল্লাহ্‌ তাঁকে সমস্ত ইসরাইলের উপরে বাদশাহ্‌ করেছিলেন; তবুও বিজাতীয় স্ত্রীরা তাঁকেও গুনাহ্‌ করিয়েছিল।


অনেক মন ভুলানো কথায় সে তার অন্তর হরণ করলো, ওষ্ঠাধরের চাটুবাদে তাকে আকর্ষণ করলো।


আমি নিজের চোখের সঙ্গে নিয়ম করেছি; কোনও যুবতীর প্রতি কটাক্ষপাত কেন করবো?


আর যে ব্যক্তি পরের স্ত্রীর সঙ্গে জেনা করে, যে ব্যক্তি প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জেনা করে, সেই জেনাকারী ও সেই জেনাকারীণী, উভয়ের অবশ্যই প্রাণদণ্ড হবে।


তোমার প্রতিবেশীর স্ত্রীর উপর লোভ করো না; প্রতিবেশীর বাড়ি বা ক্ষেতের উপর, কিংবা তার গোলাম বা বাঁদীর উপর, কিংবা তার গরু বা গাধার উপর, প্রতিবেশীর কোন বস্তুর উপরই লোভ করো না।


কেউ যদি বক্ষঃস্থলে আগুন রাখে, তবে তার কাপড় কি পুড়ে যাবে না?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন