ইয়োব 31:39 - কিতাবুল মোকাদ্দস39 আমি যদি বিনা অর্থে তার ফলভোগ করে থাকি, ভূমির অধিকারীদের প্রাণহানির কারণ হয়ে থাকি, অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ39 আমি যদি দাম না দিয়েই সেই জমিতে উৎপন্ন ফসল গ্রাস করেছি বা তার ভাড়াটিয়াদের অন্তরাত্মা ভেঙে চুরমার করে দিয়েছি, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)39 আমি যদি ন্যায্য দাম না দিয়ে সেই জমির ফসল ভোগ করে থাকি এবং জমির প্রকৃত মালিকদের মৃত্যু ঘটিয়ে থাকি, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)39 আমি যদি বিনা অর্থে তাহার ফলভোগ করিয়া থাকি, তদধিকারীদের প্রাণহানির কারণ হইয়া থাকি, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল39 জমি থেকে যে খাদ্য আমি পেয়েছিলাম তার জন্য আমি আমার কৃষককে মূল্য দিয়েছিলাম। আমি কখনো জমির ভাড়াটেদের সঙ্গে দুর্ব্যবহার করিনি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী39 আমি যদি তার ফসল বিনা পয়সায় খেয়ে থাকি অথবা তার মালিকের মৃত্যুর কারণ হয়ে থাকি, অধ্যায় দেখুন |