Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 31:36 - কিতাবুল মোকাদ্দস

36 অবশ্য আমি তা কাঁধে বহন করবো, আমার পাগড়ী বলে তা বাঁধব।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

36 আমি নিশ্চয় তা আমার কাঁধে তুলে বহন করব, আমি তা মুকুটের মতো করে মাথায় দেব।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

36 তাহলে আমি নিশ্চয়ই তা কাঁধে করে বয়ে বেড়াতাম, আমি তা আমার মাথার মুকুট করে রাখতাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

36 অবশ্য আমি তাহা স্কন্ধে বহন করিব, আমার উষ্ণীষ বলিয়া তাহা বাঁধিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

36 তারপর আমি সেটা কাঁধে পরে নেব। মাথার মুকুটের মত আমি তা ধারণ করবো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

36 অবশ্যই আমি তা সর্বসম্মুখে আমার কাঁধে বয়ে বেড়াব; আমি এটা মুকুটের মত তার ওপর রাখব।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 31:36
7 ক্রস রেফারেন্স  

আর আমি দাউদ-কুলের চাবি তার স্কন্ধে দেব; সে খুললে কেউ বন্ধ করবে না ও বন্ধ করলে কেউ খুলবে না।


অতএব, হে আমার ভাইয়েরা, যাদের আমি মহব্বত করি ও দেখতে আকাঙক্ষা করি, যারা আমার আনন্দ ও মুকুটস্বরূপ, আমার সেই প্রিয়তমেরা, তোমরা এই ভাবেই প্রভুতে স্থির থাক।


আর তুমি মাবুদের হাতে একটা জাঁকজমকপূর্ণ মুকুট, তোমার আল্লাহ্‌র হাতে একটা রাজমুকুট হবে।


আমি ধার্মিকতা পরতাম, আর তা পরতো আমাকে; আমার ন্যায়বিচার পরিচ্ছদ ও তাজস্বরূপ ছিল।


আর বনি-ইসরাইলদের স্মরণ করার মণিস্বরূপে তুমি সেই দু’টি মণি এফোদের দু’টি স্কন্ধপটিতে দেবে; তাতে হারুন স্মরণ করাবার জন্য মাবুদের সম্মুখে তার দু’টি কাঁধে তাদের নাম বইবে।


হায় হায়! কেউ কি আমার কথা শোনে না? এই দেখ, আমি যা বলছি তা সত্যি; সর্বশক্তিমান আমাকে উত্তর দিন, আমার প্রতিবাদী আমার দোষপত্র লিখুন।


আমার প্রতিটি পায়ের ধাপের সংখ্যা তাঁকে জানাবো, রাজপুরুষের মত তাঁর কাছে যাব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন