Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 30:29 - কিতাবুল মোকাদ্দস

29 আমি শিয়ালদের ভাই হয়েছি, উটপাখিদের বন্ধু হয়েছি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

29 আমি শিয়ালদের ভাই হয়েছি, প্যাঁচাদের সঙ্গী হয়েছি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

29 আমি হয়েছি শৃগালের সগোত্র; হয়েছি পেচকের সঙ্গী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

29 আমি শৃগালগণের ভ্রাতা হইয়াছি, উষ্ট্রপক্ষীদের বন্ধু হইয়াছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

29 মরুভূমির বুনো কুকুর এবং উটপাখীর মত আমি বরাবরই নিঃসঙ্গ।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

29 আমি শিয়ালের ভাই, উঠ পাখিদের সঙ্গী হয়ে গেছি।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 30:29
9 ক্রস রেফারেন্স  

এজন্য আমি মাতম ও হাহাকার করবো, আমি খালি পায়ে ও উলঙ্গ হয়ে বেড়াব, আমি শিয়ালদের মত মাতম করবো, উটপাখিদের মত শোকধ্বনি করবো।


আমি মরুভূমিস্থ মরু-পেঁচার মত হয়েছি, উৎসন্ন স্থানের ক্ষুদ্র পেঁচার সমান হয়েছি।


কিন্তু ইস্‌কে অপ্রেম করেছি, তার পর্বতমালাকে ধ্বংসস্থান ও তার অধিকার মরুভূমিস্থ শিয়ালদের বাসস্থান করেছি।


তবুও তুমি আমাদেরকে শিয়ালদের স্থানে চূর্ণ করেছ, ঘন অন্ধকার আমাদের আচ্ছন্ন করেছে।


যদি ক্ষয়কে বলে থাকি, তুমি আমার পিতা, কীটকে বলে থাকি, তুমি আমার মা ও বোন;


তালচোঁচ ও সারসের মত আমি চিঁচিঁ আওয়াজ করছিলাম, ঘুঘুর মত কাতরোক্তি করছিলাম; উপর দিকে দৃষ্টিপাত করতে করতে আমার চোখ ক্ষীণ হল; হে মাবুদ, আমি নির্যাতিত, তুমি আমার সহায় হও।


তার সমস্ত অট্টালিকা কাঁটায়, তার সমস্ত দুর্গ বিছুটি ও শেয়ালকাঁটাতে আচ্ছাদিত হবে এবং সেই দেশ শিয়ালদের বাসস্থান, উটপাখির মাঠ হবে।


আমি সজাগ থাকি এবং এমন হয়েছি, যেন ছাদের উপরে চটক পাখি একাকী রয়েছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন