ইয়োব 30:25 - কিতাবুল মোকাদ্দস25 আমি বিপদগ্রস্তের জন্য কি কাঁদতাম না? দীনের জন্য কি শোকাকুলচিত্ত হতাম না? অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ25 আমি কি বিপদগ্রস্তদের জন্য কাঁদিনি? দরিদ্রদের জন্য আমার প্রাণ কি ব্যথিত হয়নি? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 দুর্দশাগ্রস্ত মানুষের জন্য আমি কি কাঁদিনি? দীন দুঃখীর জন্য আমার অন্তর কি ব্যথিত হয়নি? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 আমি বিপদগ্রস্তের নিমিত্ত কি কাঁদিতাম না? দীনের জন্য কি শোকাকুলচিত্ত হইতাম না? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 ঈশ্বর, আপনি জানেন যে, যে লোকরা সংকটে পড়েছিলো আমি তাদের জন্য কেঁদেছিলাম। আপনি জানেন যে দরিদ্র লোকেদের জন্য আমার অন্তর কতখানি কাতর ছিলো। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 আমি কি তার জন্য কাঁদি নি যে বিপদের মধ্যে ছিল? আমার হৃদয় কি দরিদ্রের জন্য দুঃখ করে নি? অধ্যায় দেখুন |