Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 3:25 - কিতাবুল মোকাদ্দস

25 আমি যা ভয় করি, তা-ই আমার ঘটে যার আশঙ্কা করি, তা-ই উপস্থিত হয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

25 আমি যে ভয় করেছিলাম তাই হয়েছে; যে আশঙ্কা করেছিলাম তাই ঘটেছে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

25 যে অকল্যাণের ভয়ে আমি শঙ্কিত সেই অকল্যাণই ঘটেছে আমার জীবনে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

25 আমি যাহা ভয় করি, তাহাই আমার ঘটে, যাহার আশঙ্কা করি, তাহাই উপস্থিত হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

25 আমি যার ভয়ে ভীত ছিলাম আমার ঠিক তাই ঘটেছে। যা আমার আতঙ্ক ছিল, আমার বিরুদ্ধে তাই ঘটেছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

25 কারণ সেই জিনিস যা আমি ভয় করি তা আমার ওপরে এসেছে; যাতে আমার ভয় ছিল তা আমার কাছে এসেছে।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 3:25
6 ক্রস রেফারেন্স  

পরে তাদের ভোজের দিনগুলো গত হলে আইউব তাদেরকে আনিয়ে পাক-পবিত্র করতেন, আর প্রত্যুষে উঠে তাদের প্রত্যেকের জন্য একটি করে পোড়ানো-কোরবানী দিতেন; কারণ আইউব বলতেন, কি জানি, আমার পুত্ররা গুনাহ্‌ করে মনে মনে আল্লাহ্‌কে অসম্মান করেছে। আইউব সতত এরকম করতেন।


নানা রকম ত্রাস আমার সম্মুখে উপস্থিত, সেসব বায়ুর মত আমার সম্ভ্রম দূর করছে; মেঘের মত আমার মঙ্গল অতীত হচ্ছে।


কারণ আল্লাহ্‌র দেওয়া বিপদ আমার কাছে ত্রাসের মত হত, তাঁর মহত্বের জন্য সেরকম কিছু করতে পারতাম না।


তবুও আমার সকল ব্যথাকে আমি ভয় করি, আমি জানি, তুমি আমাকে নির্দোষ গণ্য করবে না।


আমি মঙ্গলের অপেক্ষা করলে অমঙ্গল ঘটলো, আলোর প্রতীক্ষা করলে অন্ধকার আসল।


তোমরা তলোয়ারের ভয় করেছ, আর আমি তোমাদের বিরুদ্ধে তলোয়ারই আনবো, এই কথা সার্বভৌম মাবুদ বলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন