Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 3:21 - কিতাবুল মোকাদ্দস

21 কিন্তু তা আসে না, তারা গুপ্তধনের চেয়ে তার সন্ধান করে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

21 যারা কামনা করে সেই মৃত্যু যা তাদের কাছে আসে না, যারা তা গুপ্তধনের চেয়েও বেশি করে খোঁজে,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

21 তারা মৃত্যু কামনা করে, কিন্তু মৃত্যু আসে না তাদের কাছে, ধনরত্নের চেয়ে কবরই তাদের প্রিয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

21 তাহারা মৃত্যুর আকাঙ্ক্ষা করে, কিন্তু তাহা আইসে না, তাহারা গুপ্ত ধন অপেক্ষা তাহার সন্ধান করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

21 যে লোক মরতে চায়, কিন্তু মৃত্যু আসে না, সেই দুঃখী লোক গুপ্ত সম্পদের চেয়েও বেশি করে মৃত্যুকে খোঁজে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

21 তারা যারা মরতে চাইছে, কিন্তু তা আসে না; যারা গুপ্তধন খোঁজে তাদের থেকেও বেশি সেই ব্যক্তি মৃত্যুকে খোঁজে?

অধ্যায় দেখুন কপি




ইয়োব 3:21
13 ক্রস রেফারেন্স  

সেই সময় মানুষেরা মৃত্যুর খোঁজ করবে, কিন্তু কোন মতে তার উদ্দেশ পাবে না; তারা মৃত্যুর আকাঙক্ষা করবে, কিন্তু মৃত্যু তাদের থেকে পালিয়ে যাবে।


যদি রূপার মত তার খোঁজ কর, গুপ্ত ধনের মত তার অনুসন্ধান কর;


পরে যখন সূর্য উঠলো, আল্লাহ্‌ উষ্ণ পূর্বীয় বায়ু নির্ধারণ করলেন, তাতে ইউনুসের মাথায় এমন রৌদ্র লাগল যে, তিনি অত্যন্ত দুর্বল হয়ে নিজের মৃত্যুর জন্য মুনাজাত করে বললেন, আমার জীবনের চেয়ে মরণ ভাল।


অতএব এখন, হে মাবুদ, ফরিয়াদ করি, আমা থেকে আমার প্রাণ হরণ কর, কেননা আমার জীবনের চেয়ে মরণ ভাল।


কিন্তু তিনি নিজে একদিনের পথ মরুভূমিতে অগ্রসর হয়ে একটি রোতম গাছের কাছে গিয়ে তার তলে বসলেন এবং নিজের মৃত্যুর জন্য প্রার্থনা করলেন; বললেন, এই যথেষ্ট; হে মাবুদ, এখন আমার প্রাণ নাও, কেননা আমার পূর্বপুরুষদের থেকে আমি উত্তম নই।


তুমি যদি আমার প্রতি এরকম ব্যবহার কর, তবে আরজ করি, আমি তোমার দৃষ্টিতে যদি অনুগ্রহ লাভ করে থাকি, আমাকে একবারে মেরে ফেলো; আমি যেন আমার দুর্গতি না দেখি।


কবর পেতে পারলে তারা আহ্লাদ করে, মহানন্দে উল্লসিত হয়।


আর এই দুষ্ট গোষ্ঠীর অবশিষ্ট যে সমস্ত লোক থাকবে— যে সকল স্থানে আমি তাদেরকে তাড়িয়ে দিয়েছি, সেসব স্থানে থাকবে— তারা জীবনের চেয়ে মরণই বাঞ্ছনীয় জ্ঞান করবে, এই কথা বাহিনীগণের মাবুদ বলেন।


আঃ! আমি যেন বাঞ্ছনীয় বিষয় পেতে পারি, আল্লাহ্‌ যেন আমার আকাঙ্খার বিষয় আমাকে দেন,


হ্যাঁ, আল্লাহ্‌ অনুগ্রহ করে আমাকে চূর্ণ করুন, হাত প্রসারণ করে আমাকে কেটে ফেলুন;


তাতে আমার প্রাণ শ্বাসরোধ চায়, আমার কংকাল শরীর বেঁচে থাকার চেয়ে মরণ চায়।


কিন্তু দুষ্টদের চোখ নিস্তেজ হবে, তাদের আশ্রয় বিনষ্ট হবে, তাদের আশা প্রাণত্যাগে পরিণত হবে।


অতএব যারা এখনও জীবিত আছে, তাদের চেয়ে, যারা ইতোপূর্বে মারা গেছে, আমি তাদের প্রশংসা করলাম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন