Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 3:19 - কিতাবুল মোকাদ্দস

19 সেই স্থানে ছোট বড় একই এবং গোলাম তার মালিক থেকে মুক্ত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

19 ছোটো ও বড়ো—সবাই সেখানে আছে, আর ক্রীতদাসেরা তাদের প্রভুদের হাত থেকে মুক্ত হয়েছে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

19 ক্ষুদ্র ও মহান-সেখানে সকলেরই বাস ক্রীতদাসের সেখানে মুক্তি খুঁজে পায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 সেই স্থানে ছোট বড় একই, এবং দাস আপন স্বামী হইতে মুক্ত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 কবরে সব রকমের লোকই রয়েছে—গুরুত্বপূর্ণ লোক এবং যারা গুরুত্বপূর্ণ নয় তারাও রয়েছে। এমনকি একজন দাসও তার প্রভুর কবল থেকে মুক্ত।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

19 সেখানে ছোট এবং বড় আছে; দাস সেখানে মালিকের থেকে মুক্ত।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 3:19
13 ক্রস রেফারেন্স  

বস্তুত আমি জানি, তুমি আমাকে মৃত্যুর কাছে নিয়ে যাচ্ছ; সমস্ত জীবিত লোকদের নির্ধারিত স্থানে নিয়ে যাচ্ছ।


আর যেমন মানুষের জন্য এক বার মৃত্যু, তারপর বিচার নিরূপিত আছে,


আর ধূলি আগের মত মাটিতে প্রতিগমন করবে; এবং রূহ্‌ যাঁর দান, সেই আল্লাহ্‌র কাছে প্রতিগমন করবে।


আবার লোকে উঁচু স্থানে যেতে ভয় পাবে ও পথে ত্রাস হবে, কদম গাছে ফুল ফুটবে, ফড়িং অতি কষ্টে চলবে; ও কামনা নিস্তেজ হবে; কেননা মানুষ তার নিত্যস্থায়ী নিবাসে চলে যাবে ও মাতমকারীরা পথে পথে বেড়াবে।


বায়ুকে যেমন ধরে রাখবার ক্ষমতা কারো নেই তেমনি মরণদিনের উপরে কর্তৃত্ব কারো নেই এবং যুদ্ধের সময় কারো ছুটি পাওয়া সম্ভব হবে না, আর নাফরমানী দুষ্টকে উদ্ধার করবে না।


সামান্য লোক বা সম্মানিত লোকের সন্তান; ধনী কি দরিদ্র, নির্বিশেষে শোন।


সেখানে বন্দীরা নিরাপদে একত্র থাকে, তারা উপদ্রবকারীর চিৎকার আর শোনে না;


দুঃখার্তকে কেন আলো দেওয়া হয়? তিক্তপ্রাণকে কেন জীবন দেওয়া হয়? তারা মৃত্যুর আকাঙক্ষা করে,


উপত্যকার মাটি তার সুখতর বোধ হবে, তারপর সকলে তার অনুগামী হবে, তার আগেও অসংখ্য লোক তদ্রূপ ছিল।


এরা উভয়ে সমভাবে ধুলায় শায়িত হয়, উভয়ে কীটে আচ্ছন্ন হয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন